চোট পেয়ে কমনওয়েলথ গেমসে অনিশ্চিত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হিদার নাইট

Heather-Knight
Heather-Knight. (Image source: Twitter )

সামনেই রয়েছে কমনওয়েলথ গেমস। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই বার্মিংহামে শুরু হতে চলেছে কমনওয়েলথ। আর সেখানেই এবার সবচেয়ে বড় চমক মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু ঘরের মাঠে সেই প্রতিযোগিতায় নামার আগেই চিন্তায় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। হবে নাই বা কেন দলের অধিনায়ক হেদার নইট চোট পেয়ে হঠাত্ই কমনওয়েলথ গেমসে অনিশ্চিত হয়ে পড়েছে। কোমড়ের নীচের অংশে চোট পেয়েছেন হিদার নাইট। চিন্তার ভাঁজ ইংল্যান্ড মহিলা ক্রিকেট টিম ম্যানেজমেন্টের কপালে।

২০১৭ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই দলেরই অধিনায়ক ছিলেন হিদার নাইট। তাঁর হাত ধরে মহিলা ক্রিকেটে বহু সাফল্য পেয়েছে ব্রিটিশ মহিলা ক্রিকেট দল। আগামী ২৯ জুলাই থেকে কমনওয়েলথে শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট। হাতে রয়েছে আর মাত্র চারটি দিন। কিন্তু সেই মঞ্চে নামার আগেই চোট পেয়েছেন দলের অধিনায়ক হিদার নাইট।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হিদার নাইট

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড সেখানেই। প্রথম ম্যাচ চলাকালীন চোট পেয়েচিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হিদার নাইট। এরপর থেকেই আর দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে যেমন মাঠে নামতে পারেননি হিদার নাইট, ঠিক তেমনই শেষ টি টোয়েন্টিও নামতে পারবেন না তিনি। আর তাতেই সুরু হয়েছে নতুন করে জল্পনা।

ঘরের মাটিতে প্রথমবার কমনওয়েলথে গেমসে নামছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। সেখানেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য এবং অধিনায়ক যদি খেলতে না পারেন তা নিয়ে চিন্তা বাড়াটাই তো স্বাভাবিক। চোট পাওয়ার পর থেকেই তাই কমনওয়েলথ গেমসের কতা মাথায় রেখে তাঁকে মাঠে না নামানোরই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই জানানো হয়েছে, “কোমড়ের নীচের অংশে চোট রয়েছে হিদার নাইটের। তাঁর চিকিত্সা শুরু হয়েছে। ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে পর্যন্ত চিকিত্সকদের পর্যবেক্ষণে থাকবেন হিদার নাইট। সেই কথা চিন্তা করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেও বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে”।

শুধু মাত্র ২০১৭ সালেই নয়,  ২০১৯ সালেও এই হিদার নাইটের হাত ধরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ভারতকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। যদিও এবার ইংল্যান্ড তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ধারা অব্যহত রাখতে ব্যর্থ হয়েছিল। কমনওয়েলথ গেমসেও য়ে হিদার নাইট ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

এবারের কমনওয়েলথ গেমসে গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড। সেখানেই ইংল্যান্ডের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে কমনওয়েলথ গেমসের মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট।