চতুর্থ টেস্টে নামার আগে ইংল্যান্ডকে পরামর্শ নাসির হুসেনের
আপডেট করা - Jan 4, 2022 6:02 pm

বুধবার সিডনিতে অ্যাসেজের চতুর্থ টেস্টে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু তার আগে ব্রিটিশ ক্রিকেট নিয়ে সমালোচনা থামছেই না। বিশেষজ্ঞ থেকে প্রাক্তনদের মুখে শুধুই ইংল্যান্ডের ক্রিকেট খেলা নিয়ে চর্চা। সেই তালিকায় এবার নাসির হুসেনও। প্রতিটি টেস্ট ম্যাচকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ হিসাবে দেখার পরামর্শ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। সেইসঙ্গে দল গঠনের দিকেও বাড়তি নজর দেওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে।
২০২১ সালটা টেস্টে ক্রিকেটে ইংল্যান্ডের একেবারেই ভাল জায় নি। ব্রিটিশদের টেস্ট ইতিহাসে এখনও পর্যন্ত গত মরসুমটাই সবচেয়ে খারাপ। অ্যাসেজ তো ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে। এছাড়া ২০২১ সালে ৯টি টেস্ট ম্যাচে হার সহ্য করতে হয়েছে ইংল্যান্ডকে। যা ব্রিটিশ তারকারা একেবারেই মেনে নিতে পারছেন না। অ্যাসেজে পরপর তিন ম্যাচে হার।
এরপর থেকেই ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে সমোলাচনার ঝড় বইয়ে দিয়েছিলেন সকলে। মাইক আর্থারটন তো অ্যালেস্টার কুকের অধিনায়কত্ব ছাড়ার দাবীই তুলেছিলেন সরাসরি। টালমাটাল অবস্থা ইংল্যান্ড ক্রিকেটে। জো রুটও সোমবার নিজের অধিনায়কত্ব নিয়ে এক বিরাট ইঙ্গিত দিয়েছেন। অ্যাশেজের পরই নিজের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করবেন তিনি।
এরইমাঝে নাসির হুসেনের মন্তব্য। যা এই বিতর্কের আগুনে ঘি ঢালার জন্য হয়ত যথেষ্ট। নাসির হুসেন জানিয়েছেন, ‘যেকোনও টেস্টের আগেই সই পিচ এবং পারিপার্শিক দেখেই সঠিক দল বাছার কাজটা নিখুত ভাবে করতে হবে। মানসিকতা এমন হতে হবে যে এই টেস্টটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অথবা অ্যাসেজের সিরিজ নির্ণায়ক টেস্ট। এছাড়া কোনও উপায় নেই’।
অস্ট্রেলিয়ার মাটিতে রীতীমত নাস্তানাবুদ হয়েছে এবার ব্রিটিশ বাহিনী। ব্যাটসম্যান থেকে বোলাররা অজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। পরপর তিন ম্যাচ হেরে ঐতিহ্যের অ্যাসেজও জো রুটদের হাতছাড়া হয়ে গিয়েছে। একইরকমভাবে গত এক বছরে চারটি টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড। যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না কেউ।
তাই ব্রিটিশ ক্রিকেটে সুদিন ফেরাতে মরিয়া হয়ে গিয়েছে সকলে। সেইসঙ্গে শুরু হয়েছে সমালোচনার ঝড়ও। এরইমধ্যে বুধবার চতুর্থ টেস্টে নামছে ইংল্যান্ড। পরপর দুটো টেস্ট হাতে রয়েছে। সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ঠিকই। এই দুই টেস্ট জিতে সম্মানটা রক্ষা হয় কিনা সেটাই এখন দেখার।