মাথিষা পাথিরানাকে সই করালো সিএসকে, বাদ গেলেন অ্যাডাম মিলন

চলতি টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ খেলেছিলেন কিউয়ি পেসার

Matheesha Pathirana
Matheesha Pathirana. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

চেন্নাই সুপার কিংস (সিএসকে) নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের পরিবর্তে শ্রীলঙ্কার পেসার মাথিষা পাথিরানাকে চুক্তিবদ্ধ করেছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে কিউই পেসার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং তারপর থেকে তাঁর চিকিৎসা চলছিল। যদিও, সিএসকের সমস্যা আরও বাড়িয়ে দিয়ে তিনি এখন মরসুমের বাকি অংশ থেকে বাদ পড়েছেন।

১৯ বছর বয়সী মাথিষা তরুণ মিডিয়াম পেসার যিনি ২০২০ সংস্করণে শ্রীলঙ্কার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। শ্রীলঙ্কা ও আইপিএলের কিংবদন্তী লাসিথ মালিঙ্গার মতো তার স্লিং অ্যাকশনের জন্য পরিচিত তিনি। যদিও, তিনি এখনও অবধি কেবল ১টি লিস্ট এ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং খেলার সবচেয়ে সংক্ষিপ্ত ফর্মে দুটি উইকেট নিয়েছেন। অল্প বয়সেই মাথিষা তাঁর গতির জন্য পরিচিত হয়ে উঠেছেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেট মহলে। 

অ্যাডাম মিলনের আগে সিএসকের আরও এক বোলার দীপক চাহার চোটের কারণে ছিটকে যান

দীপক চাহারের পরে সিএসকের জন্য আরও একটি ধাক্কা হিসেবে বিবেচিত হবে অ্যাডাম মিলনে বাদ পড়ে যাওয়া। কোয়াড্রিসেপ মাসলের চোট থেকে থেকে সেরে ওঠার সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলাকালীন পিঠে চোট পান দীপক চাহার এবং আইপিএল ২০২২ নিলামে ১৪ কোটি টাকা দিয়ে কেনা বোলারকে এই মরসুমে সিএসকে একটি ম্যাচের জন্যও পাবে না।  

এই নিয়ে নিলামে বিক্রি হওয়া মোট আটজন খেলোয়াড় চলতি আইপিএল থেকে চোটের জন্য ছিটকে গেলেন বা অন্য কোন কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন। এর আগে গুজরাত টাইটান্সের জেসন রয় ও কলকাতা নাইট রাইডার্সের অ্যালেক্স হেলস বায়ো-বাবল ক্লান্তির কারণ দেখিয়ে আইপিএল খেলার জন্য ভারতে আসেননি। তাঁদের পরিবর্তে যথাক্রমে রহমানউল্লাহ গুরবাজ ও অ্যারন ফিঞ্চকে সই করায় সংশ্লিষ্ট দুই ফ্র্যাঞ্চাইজি।

এ ছাড়া চোটের কারণে বাদ গেছেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। অ্যান্ড্রু টাই এসেছেন পরিবর্ত হিসেবে। কেকেআরের রাসিখ সালাম দার বাদ যাওয়ার পর তারা সই করায় হর্ষিত রানাকে। আরসিবি চোট পাওয়া লুভনিথ সিসোদিয়ার জায়গায় সই করায় রজত পাতিদারকে। আর এখন সর্বশেষ সংযোজন হলেন পাথিরানা।

রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় পেশীর চোট পেয়ে ছিটকে যাওয়া ন্যাথান কুল্টার-নাইল ও চেন্নাই সুপার কিংসের তারকা বোলার দীপক চাহারের কোন পরিবর্ত এখনও ঘোষণা করেনি দুই ফ্র্যাঞ্চাইজি।