ডেভিড ওয়ার্নারকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

David Warner
David Warner. (Photo Source: Twitter)

ভয়ঙ্কর গাড়ি দূর্ঘটনার জেরে আপাতত মাঠের বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ। গুরুতর চোট আহত হয়ে আপাতত অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই কারণে এবার আইপিএলের মঞ্চে নেই ঋষভ পন্থ। গত মরসিুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ। কিন্তু এবার মাঠে নামতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে এসেছেন ডেভিড ওয়ার্নার।তাঁকে নিয়েই এবারের আইপিএল শুরু হওয়ার আগে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলের মঞ্চে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর হাত ধরেই ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই মরসুমে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিল অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।  দেশের জার্সির পাশাপাশি বরাবরই আইপিএলেও সফল তারকাদের মধ্যে ডেভিড ওয়ার্নার ছিলেন অন্যতম। এবার সেই ডেভিড ওয়ার্নারের হাতেই উঠেছে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব। তাঁকে নিয়েই উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়।  তাঁর মতে ডেভিড ওয়ার্নার সমস্ত রকম চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত।

এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ডেভিড ওয়ার্নার

গতবার অবশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে খুবএকটা ভাল পারফরম্যান্স করতে পারেননি ডেভিড ওয়ার্্নার। সম্প্রতি খুব একটা ভাল ফর্মের মধ্যে দিয়েও যাচ্ছেন না তিনি। সদ্য শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের সিরিজ। সেখানে মাত্র একটি ম্যাচেই খেলেছিলেন তিনি। যদিো সেই ম্যাচে বড় রান করতে পারেননি ডেভিড ওয়ার্নার। এবার সেই ওয়ার্নারকে নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা। যদিও এই পরিস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে রয়েছেন প্রাক্তন বোর্ড সভাপতি তথা ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই প্রসঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে য়াওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি সবসময়ই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকেন এবং তিনি সবসময়ই একজন  তারকা ক্রিকেটার। এছাড়া তাঁর ব্যাটে যেমন প্রচুর রান রয়েছে, তেমনই প্রচুর অভিজ্ঞতাও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে”।

একইসঙ্গে ঋষভ পন্থকে নিয়েো মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের আইপিএলে গোটা দল যে ঋষভ পন্থের অভাব অনুভব করবে চা মানতে কোনো দ্বিধা নেই প্রাক্তন ভারত অধিনায়কের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি নিশ্চিত যে ভারতীয় দলও তাঁর অভাব যথেষ্ট অনুভব করবে। তিনি এখন যথেষ্ট তরুণ একজন ক্রিকেটার এবং তাঁর কেরিয়ার এখনও অনেকটা বাকি রয়েছে। তিনি সবসময়ই একজন বি্শেষ ক্রিকেটার”।