আগামী সপ্তাহেই ভারতের আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা, বিশ্রাম পেতে পারেন শুভমন গিল ও হার্দিক
আপডেট করা - Aug 15, 2023 6:52 pm

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলছে ভারতীয় দলের। সদ্য শেষ হয়েছে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে অবশ্য ১-০-এ টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদেধে একদিনের সিরিজে ভারতীয়দল। সন্ন বিস্বকাপের আগে যে এই সিরিজটাভারতীয় দলের কাছে অন্যতম প্রসি্তুতি মঞ্চ তা বলর অপেক্ষা রাখে না। তারই মাঝে ভারতের আয়ারল্যান্ড সফর নিয়েও সুরু হয়ে গিয়েছে তোরজোড়। শোনাযাচ্ছে আগামী সপ্তাহেই নাকি আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই।
তবে বিশ্বকতাপের কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সফরে ভারতচীয়দলের দলের বেশ কিছু তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই ভাবনা রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নেই। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেও যে তারা টি টোয়েন্টি সিরিজে থাকবে না তাা বলই বাহুল্য। সেইসঙ্গে শোনাযাচ্ছে এই সিরিজে নাকি শুভমন গিল এবংহার্দজিক পান্ডিয়ার মকতো তাারক ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে নির্বাচকদের। অন্তত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে পারেন অজিত আগকারের নির্বাচক কমিটি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম পেতে পারেন হার্দিক পান্ডিয়া ও শুভমন গিল
সবকিছু ঠিকঠাক চললে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। প্রায় এক বছরেরও বেশী চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা পেসার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শোনাযাচ্ছিল জসপ্রীত বুমরাহ পিরলে নারকি এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি। কিন্তু তেমনটা হচ্ছে না এবার.। এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ডেপুটি সূর্যকুমার য়াদবের ওপরই নেতৃত্বের ভার তুলে দিতে চলেছে ভারতীয় দলের নির্বাচকরা। সূর্যকুমার যাদব নতুন দায়িত্ব পেয়ে কেমন খেলেন সেটাই দেখার।
ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপের মঞ্চেও যে ভারতীয় দলের অন্যতম সদস্য হবেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের মঞ্চে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। আইপিএলে এবার তাঁর হাত ধরেই প্লেঅপের ম়্চে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও আইপিএলের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি সূর্যকুমার যাদবকে। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একদিন ও টি টোয়েন্টি সিরিজে খেলবেন সূর্যকুমার যাদব।
ভারতীয় দলের হয়ে একটানা ম্যাচ খেলে চলেছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সাদা বলের ফর্ম্যাটে খেলবেন শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। এরপরই ভারতীয় দল নামবে এশিয়া কাপের মঞ্চে।তারপর অক্টোবর থেকে বিশ্বকাপ। সমস্ত কথা মাথায় রেখে তাদেরকেো বিশ্রাম দিতে পারে ভারতীয় নির্বাচক কমিটি। এছাড়াএই সিরিজে বেশ কিছু তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হতে পারে। আগামী সপ্তাহে দল নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।