এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাচ্ছেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ সভাপতি রাজীব শুক্ল

Roger Binny and Rajiv Shukla
Roger Binny and Rajiv Shukla. (Photo Source: Twitter)

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেই প্রতিযোগিতা ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। যদিও পাকিস্তানের মাটিতে এসিয়া কাপের একটিও ম্যাচে খেলবে না ভারতীয় দল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনে সারা দিয়ে পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্ল। কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে  বিসিসিাইয়ের কাছে আমন্ত্রন এসেছে। সেই নিমন্ত্রন রক্ষার্থেই এবা্র  পাকিস্তানে যাচ্ছেন বোর্ড সভাপতি ও সহ সভাপতি।

আর সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। নানান জল্পনাও শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্তার পাকিস্তানে যাওয়া কী এবার ভারত বনাম পাকিস্তান সিরিজের দড়জা খুলতে চলেছে। এমন নানান প্রশ্নই ঘুরপাক খেতে চলেছে এবার ভারতীয় ক্রিকেট মহলে। তবে বো্র্ডের অন্দরমহলে কান পাতলে শোনাযাচ্ছে যে তেমন কোনও সম্ভাবনাই নেই। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ সভাপতি গেলেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নাকি আলোচনার কোনও জায়গাই নেই।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ

এশিয়া কাপের জন্য আয়োজক দেশের তরফে প্রতিটি বোর্ডকেই আমন্ত্রন জানানো হয়। আর সেই নিমন্ত্রন রক্ষার্থেই শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষকর্তা পাকিস্তানে যাচ্ছেন। সেখানে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কোনও আলোচনা হওয়ার ইঙ্গিত অবশ্য নেই।  তবে শোনাযাচ্ছে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে নানান আলোচনা হতে পারে। এই সমস্ত বিষয় নিয়েই বিভিন্ন আলোচনা হবে। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সরকারের গ্রীন সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনও কথাই হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই পাকিস্তানের মাটিতে নয়, ভারতীয় দল  তাদের প্রতিটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। তবে ৩০ অগস্ট এসিয়া কাপ উদ্বিধনের দিন উপস্থিত থাকতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ সভাপতি। আগামী ২ সেপ্টেম্বর এসিয়া কাপের মঞ্চে একে অপরের  মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

এবারের এসিয়া কাপে ঘরের মাঠে ৪টি ম্যাচ আোজন করবে পাকিস্তান। বাকি ৯টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের দেশে খেলতে নারাজ। আর সেই কারণেই বেশীরভাগ ম্যাচ সরে গিয়েছে শ্রীলঙ্কায়। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।