টিম হোটেলে পাসপোর্ট ভুলেই বাসে উঠলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

২০১৮ সালের পর ফের একবার এশিয়া কাপ চ্যাম্পিয়মন হয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে এসিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয়তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।  মাঠে এদিন রোহিত শর্মার পরিকল্পনা মাফিকই সবকিছু হয়েছিল। কিন্তু মাঠের বূাইরের ঘটনা কিন্তু খানিকটা আলাদা। হোটেলেই পাসপোর্ট ভুলে টিম বাসে ফলেন রোহিত শর্মা। যদিও সেই ভুল অবশ্য কিছুক্ষণের মধ্যেই শুধরে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  সাপোর্ট স্টাফদের দিয়েই শেষ মুহূর্তে সেই পাসপোর্ট নিয়ে আসেন রোহিত শর্মা।

ভারতের বিরুদ্ধে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। এখানকার পরিবেশ এবং বৃষ্টির কথা বিচার করে  প্রথমে ব্যাটিং নিয়ে  বড় রান করার লক্ষ্যে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু নতুন বলে মহম্মদ সিরাজ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই ধারণা তাদের ছিল না। সেটাই করলেন এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম উইকেটটা নিয়ে জসপ্রীত বুমরাহ শুরুটা করেছিলেন। এরপর গোটা মাঠ জুড়ে শুধুই  মহম্মদ সিরাজের ঝড় দেখা গিয়েছিল।

এবারের এশিয়া কাপে পরপর তিন ম্যাচে অর্ধশতরান করেছেন রোহিত শর্মা

কুশল পেরেরার উইকেট নিয়ে শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই মাঠে শুরু মহম্মদ সিরাজের ঝড়। শুরুটা করেছিলেন পাথুম নিসাঙ্কার উইকেটটা নিয়ে। এরপর বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়ে একে একে সামারা বিক্রমা, চরিথ আসালঙ্কা, দাসুন শনাকা এবং ধনঞ্জয় ডিসিলভাগদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই যে ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল বলাই যায়। মাত্র ৪০ রানেই সেদিন শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল।

সেই ম্যাচশেষ হওয়ার পর ভারতীয় দল যে ড্রেসিংরুমে উচ্ছ্বাসে মেতেছিল তা বলার অপেক্ষা রাখে না। রবিবার রাতেই শ্রীলঙ্কার ছেড়েছে ভারতীয় দল। আর সেই সময়ি রোহিত শর্মার সঙ্গে ঘটে সেই ঘটনা। পাসপোর্ট ছাড়াই টিম বাসে উঠে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। বাসে বিমান বন্দরের উদ্দেশে গাড়ী রওনা হওয়ার আগেই মনে পড়েছিল রোহিত শর্মার। টিম হোটেলেই পাসপোর্ট ভুলে বাসে উঠে পড়েছিলেন তিনি।

যদিও সেই ভুল কিছুক্ষণের মধ্যেই শুধরে নিয়েছিলেন তিনি। এরপরই একজন সাপোর্ট স্টাফকে দিয়ে সেই পাসপোর্ট বাসে আনিয়েছিলেন ভারতীয় দলের অধি্নায়ক। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। দেশের ফেরার পর কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরই এবার রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।