এশিয়া কাপ ২০২৩, ম্যাচ ৪, বাংলাদেশ বনাম আফগানিস্তান: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
আপডেট করা - Sep 2, 2023 9:32 pm
৩রা সেপ্টেম্বর, রবিবার, এশিয়া কাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি এশিয়া কাপে এটি হল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে, আফগানিস্তান এই ম্যাচটি দিয়ে এশিয়া কাপ ২০২৩-এর মঞ্চে নিজেদের যাত্রা শুরু করবে।
চলমান এশিয়া কাপে নিজেদের প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচটিতে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪২.৪ ওভারে ১০ উইকেটে ১৬৪ রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ১১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ১৬৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়। নাজমুল হোসেন শান্ত বাদে বাংলাদেশের আর কোনও ব্যাটার এই ম্যাচে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। শান্ত ৭টি চার সহ ১২২ বলে ৮৯ রান করেন। অন্যদিকে, আফগানিস্তান এশিয়া কাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে এশিয়া কাপে তারা অবশ্যই এই সিরিজের হতাশা কাটিয়ে মাঠে নামতে চাইবে। বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে হেরে গেলে তারা এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
গাদ্দাফি স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগই সাহায্য পাবে। তবে পেসারদের তুলনায় স্পিনারদের জন্য এই পিচটি বেশি ভালো। পেসাররা এই মাঠে বেশি রান দিয়ে ফেলতে পারেন। অন্যদিকে, ব্যাটাররা এই পিচে একবার সেট হয়ে গেলে তারা খুব সহজেই বড় শট খেলতে পারবেন। স্পিনাররা মাঝের ওভারগুলিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
মহম্মদ নাইম, আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।
বাংলাদেশ বনাম আফগানিস্তান – ওডিআই ক্রিকেটে হেড টু হেড
ম্যাচ – ১৪ | বাংলাদেশ – ৮ | আফগানিস্তান – ৬
সম্প্রচার বিবরণী
ম্যাচের সময় – দুপুর ৩টে (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার