মহিলাদের আইপিএলের জন্য বোর্ডের সহকারী স্পনসর একাধিক সংস্থা
আপডেট করা - Feb 24, 2023 1:16 pm

প্রথম মহিলাদের আইপিএল। বিসিসিআইয়ের এই প্রতিযোগিতার কথা ঘোষণা করার পর থেকেই উত্তেজনার পারদ উর্ধ্বমুখী হয়েছে। সেই প্রতিযেগিতারই মুকুটে নয়া পালক কতাদের মূল স্পনসর। পুরুষদের আইপিএলের পর এবার মহিলাদের াইপিএলেরও মূল স্পনসর হিসাবে যুক্ত হয়েছে টাটা গোষ্ঠী। শোনাযাচ্ছেআগামী পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএলের মূল স্পনসর হিসাবে থাকবে। শুধুমাত্র টাটা গোষ্ঠীই নয়, মহিলাদের আউপিএলের জন্য আরও বেশ কয়েকটি সহযোগী স্পনসর পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড।
মহিলাদের আইপিএলের মূল স্পনসর হওয়ার প্রতিযেগিতায় আরও অনেকে থাকলেও সকলকে পিছনে ফেলে আগদামী পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএলের মূল স্পনসর হিসাবে যুক্ত হয়েছে টাটা গোষ্ঠী। সেইসঙ্গেই এবার আরও বেশ কয়েকটি সহযোগী স্পনসরও পেয়ে গিয়েছে বিসিসিআই। শোনাযাচ্ছে এই প্রতিযোগিতার জন্য যুক্ত হতে চলেছে ড্রিম ইলেভেন। যারা নাকি বোর্ডকে প্রায় ৬ কোটি টাকা করে দেবে। একইসঙ্গে গাড়ির টায়ার প্রস্কতুতকারক সংস্থা সিয়েটও প্রায় ৪ কোটি টাকা গেবে এবং যুক্ত হতে চলেছে আমূলও।
মহিলাদের আইপিএলের মূল স্পনসর হয়েছে টাটা গোষ্ঠী
কয়েকদিন আগেই মহিলাদের আইপিএলের জন্য আয়োজিত হয়েছিল মেগা নিলাম। প্রায় ৩০০ জন ক্রিকেটারের মধ্যে প্রায় ৯০ জনের মতো ক্রিকেটারদের বেছে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথমবারের মহিলাদের আইপিএল। প্রথমবারের মহিলাদের আইপিএলের মঞ্চেও সবচেয়ে দামী ক্রিকেটার হিসাবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন স্মৃতি মন্ধনা। সেইসঙ্গে বিদেশী ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দাম পেয়েছেন অ্যাশলে গার্ডনারও।
দিও হরমনপ্রীত কৌর বিরাট অঙ্ক পাননি। তবে মহিলাদের আইপিএলের নিবামে নজর কেড়েছেন দীপ্তি শর্মা, রিচা ঘোষদের মতো তরুণ ক্রিকেটাররা।মহিলাদের আইপিএলের নিাম হওয়ার পর থেকেই প্রতিযেগিতা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে। প্রথমবারের মহিলাদের আইপিএল হবে ১৫টি দলের। ইউপি ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই যে কার্যত বিসিসিআইয়ের ভাড়ার ভর্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। দুটো মাঠেই অবশ্য হবে প্রতিটি ম্যাচ। সব মিলিয়ে ২০টি ম্যাচ হবে মহিসাদের আইপিেলে। সেই প্রতিযোগিতাতেই যুক্ত হতে চলেছে একের পর এক সহকারী স্পনসরও। টাটা গোষ্ঠীর পাশাপাশি আরও বেশ কিছু সংস্থাকে এবার সহকারী স্পনসর হিসাবে পেয়ে গেল বিসিসিআই।