ডাব্লুউআইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে নাচে গানে জমিয়ে দিল কৃতি, কিয়ারা, এপি ঢিলন

Kriti Sanon and Kiara Advani
Kriti Sanon and Kiara Advani (Image Source: JioCinema)

ডাব্লুউআইপিল ২০২৩-এর প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগলেন বলিউড তারকারা। ডাব্লুউপিএলের প্ৰথম মরসুম বেশ জাঁকজমকের সাথেই শুরু হল। মঞ্চে দেখা গেল বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি, কৃতি স্যাননকে। এছাড়াও ছিলেন গায়ক এবং গীতিকার এপি ঢিলন। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টাসের ম্যাচের আগে দর্শকদের মনোরঞ্জন করতে একটুও খামতি রাখলেন না এই তারকারা।

ডাব্লুউপিএল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই সব কিছু জানিয়ে দেয়। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, “ভক্তদের জন্য বিকেল ৪টের সময় গেট খুলে দেওয়া হবে এবং তারা গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন যা সন্ধ্যা ৬.২৫ দিয়ে শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনে চাকচিক্য এবং গ্ল্যামার যোগ করবেন বলিউড তারকা কিয়ারা আডভানি এবং কৃতি স্যানন। সর্বোপরি, গায়ক-গীতিকার এপি ঢিলন মঞ্চে তার কিছু মিউজিক্যাল চার্টবাস্টার পরিবেশন করবেন যা দর্শকদের বিমোহিত করবে।”

কৃতি, কিয়ারা এবং এপি ঢিলনের পারফরম্যান্সের সাক্ষী হল ডিওয়াই পাটিল স্টেডিয়াম

ডাব্লুউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সদ্য বিবাহিত কিয়ারা আডভানি বেশ কিছু বলিউড গানে নৃত্য পরিবেশন করেছেন। হার্ডি সান্ধুর ক্যায়া বাত হে, মিকা সিংয়ের সাওয়ান মে লাগ গ্যায়ি আগ এবং আরো কয়েকটি গানে তিনি পারফর্ম করেন। কৃতি স্যানন চক দে ইন্ডিয়া, বাদাল পে পাও হে এবং আরো কিছু গানে নিজের নাচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। শেষে এপি ঢিলন নিজের গানের মাধ্যমে দর্শকদের মেজাজ একেবারে ফুরফুরে করে দেন।

ডাব্লুউপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টাস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের টক্করের আগেই কৃতি, কিয়ারা এবং এপি ঢিলনের পারফরম্যান্স খেলার উত্তেজনাকে দ্বিগুণ করে দিয়েছে। তবে সবকিছুর মাঝে এই ম্যাচের গুরুত্ব ভুললে চলবে না। ভারতের ক্রিকেটের জন্য এই দিনটি হল একটি ঐতিহাসিক দিন। পুরুষদের আইপিএলের পাশাপাশি মহিলাদের আইপিএল ভারতের ক্রিকেটকে একটি আলাদা মাত্রায় পৌঁছে দেবে তা নিয়ে কোনোরকম সন্দেহ নেই। এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টাস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস,গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়র্জ। ডাব্লুউপিএল ৪ঠা মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। এই ৫ দলের লড়াইয়ে কোন দল শেষমেশ ডাব্লুউপিএল ২০২৩-এর ট্রফি জিতবে সেটার দিকেই এখন সকলের নজর থাকবে।