আজকে শুরু সুপার টুয়েলভ! প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

Aaron Finch and Temba Bavuma
Aaron Finch and Temba Bavuma. (Photo Source: Getty Images)

আজকে থেকে শুরু টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আর পরিসংখ্যানের দিকে তাকালে অনেক অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আর সেই সঙ্গে তাবরেজ শামসি নামের এক চায়নাম্যানের ম্যাজিক শো-র অপেক্ষায় বিশ্ব ক্রিকেট!

এতদিন শো-ই তো ছিল। বাইশ গজে গিয়ে দাঁড়ানো মানে ফুল এন্টারটেইনমেন্ট। বিনোদনের ফুলঝুরি ছুটত ব্যাট থেকে। এই চার তো এই ছয়। কাট, পুল, সুইপে ভরপুর। তিনি থাকা মানে দু-চারটে বল হারানোও আশ্চর্যের নয়। কিন্তু এখন যা ফর্ম, সব আশ্চর্যই লাগছে। ডেভিড ওয়ার্নার কি রানে ফিরবেন? তাবৎ অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা, ভক্তরা খুঁজছেন প্রশ্নের উত্তর। আইপিএলের সময় ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন। ফর্মের গেরোয় টিমের জায়গাটুকুও। ওয়ার্নার কি ফিরে পাবেন নিজের হারানো সাম্রাজ্য? সেই সঙ্গে রয়েছে স্টিভ স্মিথের ব্যাট যদি কথা বলতে শুরু করে তাহলে পরিসংখ্যান হয়তো শেষ কথা নাও বলতে পারে।

অস্ট্রেলিয়া অবশ্য আমিরশাহি থেকেই শুরুটা করতে চাইছে। অ্যারন ফিঞ্চের টিম টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনওই চ্যাম্পিয়ন হতে পারেনি। আগামী বছর তাদের ঘরের মাঠে কুড়ি-বিশের বিশ্বকাপ। এই টুর্নামেন্টে যদি ভালো কিছু করতে পারে, তা হলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে। তবে শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়া যদি পাঁচ বোলারে যায়, তা হলে কিন্তু স্মিথ, মার্কাস স্টোইনের মধ্যে কাউকে বসতে হতে পারে।

আবু ধাবির উইকেট অবশ্য ভ্যাবচ্যাকা নয়। বলও খুব একটা থমকে আসবে না। বরং রানের বন্যা বইতে পারে। এবং গত কয়েকটা ম্যাচের হিসেব ধরলে, রান তাড়া করবে যে টিম, তাদেরই জেতার সম্ভাবনা বেশি। তবে দুপুরের খেলায় আবু ধাবির তীব্র গরম কিন্তু ভাবাবে দুটো টিমকেই।