এশিয়া কাপের ইতিহাস ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার পক্ষে নয়, বার্তা আকাশ চোপড়ার

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই মুহূর্তে এশিয়া কাপের যে পরিস্থিতি তাতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেইসঙ্গেই  এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে। কিন্তু প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ভবিষ্যদ্বানী কিন্তু অনেককেই হতাশ করতে পারে। তিনি কিন্তু ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পাচ্ছেন না।

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে এশিয়া কাপের ইতিহাস নাকি ভারত বনাম পাকিস্তান ফাইনাল এখনও পর্যন্ত সম্ভব হয়নি। এশিয়া কাপের সেই ইতিহাস বিশ্লেষণ করেই এবার এমন ভবিষ্যদ্বানী করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। সরাসরি না বললেও এই এশিয়া কাপেও ভারত বনাম পাকিস্তান ম্যাচ যে হওয়ার সম্ভাবনা কম তা বসতে কোনও দ্বি্ধা নেই প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের। আর আকাশ চোপড়ার এমন মন্তব্য যে ভারত – পাক ম্যাচ দেখার অপেক্ষায় থাকা দর্শকদের খানিকটা হলেও হতাশ করছে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের কাছেই এবারের এশিয়া কাপে একমাত্র ম্যাচ হেরেছে পাকিস্তান

এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত পাকিস্তান একটি ম্যাচেই হেরেছে। ভারতের কাছে সুুপার ফোরের মঞ্চেই হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে বিরাট ব্যবধানে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই ধাক্কা কাটিয়ে এই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে হবে পাকিস্তানকে। কার্।যত এই ম্যাচই এখন এশিয়া কাপের মঞ্চে সেমিফাইনাল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা যে পাকিস্তানের সামনে কঠি্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় তাতো সময়ই বলবে।

এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যালেনে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমরা যদি আজকের এই ম্যাচের দিকে তাকাই, সেখানে এই ম্যাচ কিন্তু সরাসরি শুট আউট পরিস্থিতিতে রয়েছে এখন। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল যে এই এশিয়া কাপের ইতিহাস এখনও পর্যন্ত ভারত বনাম পাকিস্তান ফাইনাল হতে দেয়নি। এবারও সম্ভাবনা কম, চেষ্টা করলেও সেটা হওয়া কঠিন”।

এবারের এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের প্রধান অস্ত্র তাদের পেস লাইনআপ। কিন্তু সেখানেই সেরা দুই তারকা নাসিম শা ও হারিস রওফ নেই পাকিস্তান শিবিরে। সেখানেই শ্রীলঙ্কার স্পিনার ওয়েল্লালাগে রয়েছেন বিধ্বংসী ফর্মে। পাকিস্তানের লড়াই যে বেশ কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।