ফাইনালের আগে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, শ্রীলঙ্কার বিরুদ্ধে কি জ্বলে উঠতে পারবেন হিটম্যান?
আপডেট করা - Sep 16, 2023 8:12 pm

১৭ই সেপ্টেম্বর, রবিবার, এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে। ভারত প্ৰথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা সুপার ফোরের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল।
রোহিত শর্মা চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ১৯৪ রান করেছেন। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি যথাক্রমে ৪৯ বলে ৫৬ রান এবং ৪৮ বলে ৫৩ রান করেছিলেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। এই ম্যাচটিতে ভারতীয় দলের অধিনায়ক মাত্র ২ বল খেলেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এবং তার ব্যাট থেকে কোনো রানও আসেনি। তিনি তানজিম হাসান সাকিবের বলে আনামুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন।
ফাইনালের আগে রান পেলে যেকোনো খেলোয়াড়েরই আত্মবিশ্বাস বাড়ে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রোহিত শর্মা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ভারতীয় দলের সমর্থকরা অবশ্যই চাইবেন যে বাংলাদেশের বিরুদ্ধে রান না পাওয়ায় রোহিতের আত্মবিশ্বাস যেন কমে না যায়। কারণ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন হলেন রোহিত এবং ফাইনালে তিনি রান পেলে ভারতের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে।
গত কয়েক বছরে বড় ম্যাচগুলিতে ভারতের টপ অর্ডারকে ব্যর্থ হতে দেখা গেছে। বিশেষ করে রোহিত শর্মা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অসফল হয়েছেন। এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের সমর্থকরা অবশ্যই আবার একই ঘটনা দেখতে চাইবে না। শেষমেশ রোহিত এবং দলের বাকি খেলোয়াড়রা ফাইনাল ম্যাচটিতে কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের কাছে ৬ রানে পরাজিত হয়েছিল ভারত
এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের শেষ ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল ভারত। বাংলাদেশ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছিল। অধিনায়ক সাকিব ৮৫ বলে ৮০ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।
ভারতের হয়ে শুভমন গিল এবং অক্ষর প্যাটেল বাদে কেউই বেশি রান করতে পারেননি। গিল ১৩৩ বলে ১২১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, অক্ষর ৩৪ বলে ৪২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তবে শেষমেশ ১ বল বাকি থাকতেই ২৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত।