নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান আসিফ শেখের
আপডেট করা - Sep 4, 2023 6:56 pm

এশিয়া কাপের শুরুটা এবার একেবারেই ভালভাবে করতে পারেনি নেপাল।প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে বিরাট ব্যবধানে হেরে গিয়েছিল নেপাল।দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে নেমেছে নেপাল। ধারেভারে তারা যে পিছিয়ে থেকেই নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচেই নেপালের জার্সিত নতুন রেকর্ড গড়লেন আসিফ শেখ। নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করার রেকর্ড গড়লেন আসিফ শেখ। শুধু তাই এসিয়া কাপেও তিনিই প্রথম নেপালের ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করেছেন।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল নেপাল। সেখানে শুরু দিকে নেপালের বিরুদ্ধে খুবই খথারাপ ফিল্ডিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। একরের পর এক ক্যাচ মিস করে ক্রমশই নেপালকে এগিয়ে দিয়েছিল তারা। সেখানেই নেপালের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তাদের ওপেনার আসিফ শেখ। ভারতের বিরুদ্ধেই ৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গেই নেপালের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আসিফ শেখ।
ভারতের বিরুদ্ধে ৯৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন আসিফ শেখ
এই প্রথমবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারতের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে নেমেছিল নেপাল। ম্যাচে যে দারেভারে ভারতীয়দলের থেকে তারা পিছিয়েই চিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ব্যাট হাতে নিজের সেরা পারফরম্যান্সদেখালেন আসিফ শেখ। যদিও শুরুর দিকে তাঁর ক্যাচ মিস না হলে এত তিনি করতে পারতেন না। সেখানেই প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে ৯৭ বলে ৫৮ রাের ইনিংস খেলেই সাজঘরে ফিরে গিয়েছিলেন নপালের এই ক্রিকেটার।
এদিন টস জিতে নেপালকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগদিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল নেপালকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। বরং নিজেদের একের পর এক ক্যাচ মিস করার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে। ভারতের বিরুদ্ধেই নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের ইনিংস খেলেছেন আসিফ শেখ।
৯৭ বল খেলে ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর গোটা ইনি্ংসটা সাজানে রয়েছে ৮টি চার দিয়ে। কার্যত তাঁর হাত ধরেই ভারতের বিরুদ্ধে এদিন নেপাল ১০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল। এই পারফরম্যান্স তিনি আগামী দিনেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।