এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ইমোজি পোস্ট করে বার্তা যুজবেন্দ্র চাহালের
আপডেট করা - Aug 21, 2023 7:22 pm

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বাকাপের দলেও ভারতীয় দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। সেই তেকেই সকলের নজরক ছিল এবারের এশিয়া কাপের স্কোয়াডের দিকে। সোমবারই আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু সেখানেও ভারতীয় দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। কুলদীপ যাদবকে দলে রাখলেও শেষপর্যন্ত যুজবেন্দ্র চাহালকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। এরপরই সোশ্যাল মিডিয়াতে একটি অভিনব ইমোজি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেকেই ভারতীয় দলে যুজবেন্দ্র চাহালকে খেলানোর দাবী করেছিলেন। কিন্তু এশিয়া কাপের মঞ্চে অধিক সিমার নিয়েই নামতে চেয়েছে ভারতীয় দল। আর সেই কারণেই যে য়ুজবেন্দ্র চাহালকে রাখা হয়নি তাও দল ঘো,ণার পর বলতে দ্বিধা করেননি অজিত আগরকর ও রোহিত শর্মা।
২০২২ সালের টি২০ বিশ্বকাপেও ভারতীয় দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল
দল ঘোষণার পরই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোহিত শর্মা। সেখানেই তিনি যুজবেন্দ্র চাহালকে না রাখার কারণ বিস্তারিতভাবে জানিয়েছিলেন তিনি। রোহিত শর্মার মতে এই প্রতিযোগিতার জন্য অফ স্পিনার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের কথা ভাবা হয়েছিল। কিন্তু ১৫ জনের দলে তা সম্ভব নয়। আর এমনই একটা কারণে যুজবেন্দ্র চাহালকেও না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁকে দলে রাখতে হলে একজন সিমারকে বাদ দিতে হত বলেই জানিয়েছিলেন রোহিত শর্মা। সেই কারণেই যুজবেন্দ্র চাহালকে দলে না রাখার সিদ্ধান্ত।
⛅️——> 🌞
— Yuzvendra Chahal (@yuzi_chahal) August 21, 2023
দলে সুযোগ না পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে দুটো ইমোজি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। মুখে কিছু না বললেও এই দুটো ছবিই যে যুজবেন্দ্র চাহালের বার্তা স্পষ্ট করে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই তিনি একটি ইমোজি দিয়েছেন যেখানে মেঘের মধ্যে সূর্য ঢাকা। এরপরই যে ইমোজি দিয়েছেন সেখানে ছবি রয়েছে শুধু সূর্যের। এর মধ্যে দিয়ে যে যুজবেন্দ্র চাহাল ফের ঘুরে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন তা কার্যত স্পষ্ট।
রোহিত শর্মার পর যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়া নিয়ে কার্।ত একইরকমের কার্ণ দর্শিয়েছেন অজিত আগরকরও। যুজবেন্দ্র চাহাল যে ভারতীয় দলের জন্য একজন অসাধারণ পারফর্মার তা মানতে কোনও দ্বিধা নেই অজিত আগরকরের। দলের ব্যলান্স ও কম্বিনেশনের স্বার্থেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও জানাতে দ্বিধা করেননি আগরকর।