“অন্য কাউকে ওপেন করতে দেয়নি” – আক্রাম অভিযোগ করেছেন বাবর ‘নিজের জন্য’ খেলছেন

আক্রাম বলেছেন ওপেনিংয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা হয়নি

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

দলের প্রয়োজনে নিজের অবস্থান ত্যাগ না করার জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কঠোর ভাষায় সমালোচনা করেছেন কিংবদন্তী বোলার ওয়াসিম আক্রাম। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ তাদের প্রথম দুটি ম্যাচে ভারত ও জিম্বাবোয়ের বিপক্ষে পরপর দুটি পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং সেমি-ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা খুবই ক্ষীণ।

জিম্বাবোয়ের বিপক্ষে ১৩১ রানের স্বল্প স্কোর তাড়া করতে গিয়ে পাকিস্তান ব্যর্থ হওয়ার পরে অধিনায়ক বাবর সমালোচিত হয়েছেন ব্যাটিং, অধিনায়কত্ব দুই কারণেই। সাধারণত ধারাবাহিকভাবে রান করা ২৮ বছর বয়সী দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪ রান করেছেন এবং এখন তাঁর উপর পারফর্ম্যান্স করার চাপ তৈরী হচ্ছে। আক্রাম মনে করেন যে বাবর অনেক দিন ধরেই ওপেনিং পজিশন ধরে রেখেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে বাবর দলের চেয়ে নিজেকে বেশী অগ্রাধিকার দিয়ে খেলেছেন।

ওয়াসিম আক্রাম বাবর আজমকে তিনে ব্যাটিং করতে নামতে বললেও রাজী হননি তিনি

“টি-টোয়েন্টিতে ব্যাট করার সবচেয়ে সহজ জায়গা হল ওপেনিং। গত দুই বছরে অন্য কাউকে ওপেন করতে দেয়নি সে (বাবর)। মিসবাহর সঙ্গে এর আগেও আলোচনা করেছি, নতুন কিছু করার চেষ্টা করছে না কেন? বোলিংয়ে চেষ্টা হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা মিডল অর্ডার নিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। তবে ওপেনাররা একই রয়ে গেছে এবং তারা একসঙ্গে ১৪-১৫ ওভার ব্যাটিং করছে,” পাকিস্তানের স্পোর্টস শো দ্য প্যাভিলিয়নে বলেছেন কিংবদন্তী পেসার।

“পুরোটাই শুরু হয় শীর্ষে। এবং শীর্ষে রয়েছে অধিনায়ক। যদি অধিনায়ক নিজের জন্য খেলে এবং নিরাপত্তাহীন হয়, যদি অধিনায়ক রান করেও নিজের পজিশন অন্য ব্যাটারদের জন্য ছেড়ে দেয়, তবে অধিনায়ক দলের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত, এটা বাবরকে শিখতে হবে,” আক্রাম যুক্ত করেছেন।

করাচি কিংসে থাকাকালীন একটি দৃষ্টান্ত স্মরণ করেছেন ওয়াসিম আক্রাম যখন বাবর ওপেন করতে আগ্রহী ছিলেন এবং আক্রাম তাঁকে নীচের দিকে ব্যাটিং করার পরামর্শ দিলেও তিনি তা মানেননি।

“আমি করাচি কিংসে বাবরের ক্ষেত্রে এটা দেখেছি। দলগতভাবে আমাদের খারাপ পর্যায় যাচ্ছিল এবং আমি তাকে একবার বা দুবার ভালোভাবে অনুরোধ করেছিলাম, দয়া করে ৩ নম্বরে নেমে আসো, আমরা ভিন্ন কিছু চেষ্টা করব। (মার্টিন) গাপ্টিলকে ওপেনে ব্যাট করতে দাও, সে একজন ওপেনার। আর সে (বাবর) বলেছিল আমি নামব না, আপনি শারজিলকে ৩-এ ব্যাট করতে বলুন, আর সেও (শারজিল) একজন স্বাভাবিক ওপেনার,” তিনি যোগ করেন।