ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, প্রথমবারের জন্য দলে ডাক পেলেন কেভিন সিনক্লেয়ার

Kevin Sinclair
Kevin Sinclair. (Photo Source: Twitter)

ভারতের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটিতে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাহলে সিরিজ ১-১ ড্র হবে। অন্যদিকে, যদি তারা ম্যাচটি ড্র করে বা হেরে যায় তাহলে ভারত সিরিজটি জিতে যাবে। ২০শে জুলাই, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে।

এই টেস্ট সিরিজের মাধ্যমে উভয় দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করেছে। ভারতের কাছে এই চক্রে নিজেদের প্ৰথম ম্যাচেই হেরে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটিতে অবশ্যই কামব্যাক করতে চাইবে তারা। দ্বিতীয় টেস্ট ম্যাচটির জন্য ইতিমধ্যেই ১৩ জনের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা এই দলে মাত্র একটি পরিবর্তন করেছে। অলরাউন্ডার রেইমন রেইফারের জায়গায় প্রথমবারের জন্য দলে ডাক পেয়েছেন অফ-স্পিনার কেভিন সিনক্লেয়ার।

প্ৰথম ম্যাচে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রেইমন রেইফার। তিনি প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৮ বলে ২ রান এবং ৪১ বলে ১১ রান করেছিলেন। তিনি কোনো উইকেটও নিতে পারেননি। তবে তিনি দলের সঙ্গে ত্রিনিদাদে যাবেন এবং কোনো চোটজনিত সমস্যা দেখা দিলে তিনি খেলতেও পারেন।

কেভিন সিনক্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ৭টি ওডিআই ম্যাচ এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি দলে যোগ দেওয়ায় অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট আরেকটি বোলিং বিকল্প পেয়েছেন।

প্ৰথম ম্যাচে এক ইনিংস এবং ১৪১ রানে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ

প্ৰথম ম্যাচে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজকে খুব অসহায় বলে মনে হয়েছিল। তাদের ব্যাটিং এবং বোলিং খুবই সাধারণ ছিল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারই অর্ধশতরানের গন্ডি পার করতে পারেননি।

অন্যদিকে, এই ম্যাচে ভারতের বোলিং এবং ব্যাটিং বিভাগ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল শতরান পেয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিন দুটি ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নিয়েছিলেন।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানাজে, তেজনারায়ণ চন্দ্রপল, রাহকিম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

রিজার্ভ খেলোয়াড়: টেভিন ইমলাচ, আকিম জর্ডান।