কেন এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না বিরাট কোহলি?
আপডেট করা - Sep 15, 2023 6:07 pm
১৫ই সেপ্টেম্বর, শুক্রবার, কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়দের প্ৰথম একাদশে সুযোগ দেওয়ার জন্য কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট কোহলির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব।
টসের সময় রোহিত শর্মা বলেন, “আমরা প্রথমে ফিল্ডিং করব। এটি এমন কিছু যা আমরা টুর্নামেন্টে করিনি, আমরা আলোর নিচে এখনও পর্যন্ত ব্যাট করিনি তাই এটি আমাদের আলোর নিচে ব্যাট করার সুযোগ দেবে। উইকেট সত্যিই সবার জন্য সবকিছু দিয়েছে। পেসাররা মুভমেন্ট পেয়েছে এবং স্পিনাররাও সাহায্য পেয়েছে। সাহসী হতে হবে এবং আপনার স্বাভাবিক খেলা খেলতে হবে। আমাদের খেলার সময় দিতে হবে অন্য কিছু লোককে যারা খেলেনি। আমরা পাঁচটি পরিবর্তন করেছি, তিলক দলে জায়গা পেয়েছেন। শামি এবং প্রসিদ্ধও দলে আছেন। সূর্যকুমারও এই ম্যাচে খেলবেন।”
ভারত এবং বাংলাদেশ উভয়েই দলে পাঁচটি করে পরিবর্তন করেছে
বিরাট কোহলি বাদেও হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিলক ভার্মা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটি হল ওডিআই ক্রিকেটে তিলকের অভিষেক ম্যাচ।
বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপ ২০২৩ থেকে ছিটকে গিয়েছে। তারা তাদের দলে পাঁচটি পরিবর্তন করেছে। তানজিদ হাসান, আনামুল হক, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবকে প্ৰথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, মহম্মদ নাইম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটি হল তানজিমের প্ৰথম ওডিআই ম্যাচ।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কেএল রাহুল (উইকেটরক্ষক), তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
বাংলাদেশের প্ৰথম একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, আনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।