ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ব্যাটাররা কুইন'স পার্ক ওভালের পিচে ব্যাটিং উপভোগ করবেন

Shikhar Dhawan
Shikhar Dhawan (Photo Source: Twitter/BCCI)

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ম্যাচ হারলেও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়েছিল এবং তুল্যমূল্য লড়াই করেছিল। শেষ বলের থ্রিলারে ভারত জয়ী হয় এবং ওয়েস্ট ইন্ডিজ মাত্র তিন রানের জন্য পিছিয়ে পড়ে। রবিবার একই কেন্দ্রে যখন দুই দল আবার মুখোমুখি হবে আরও একটি আকর্ষণীয় ম্যাচ দেখার আশা করা যায়।

ব্যাট হাতে মেন ইন ব্লুর শুরুটা ভালো ছিল, কিন্তু টপ অর্ডারকে হারানোর পর ইনিংসের দ্বিতীয়ার্ধে তারা সমস্যায় করে। শিখর ধাওয়ান, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের টপ থ্রি যে মঞ্চ তৈরী করে দিয়েছিল, তার পরে ভারতের ৩৫০-র কাছাকাছি তোলা উচিত ছিল। কিন্তু মিডল-অর্ডারের কেউই বড় স্কোর খাড়া করতে পারেননি।

বোলারদের পরিবর্তন করা এবং ফিল্ড সেটআপে পরিকল্পিত পরিবর্তন আনায় ধাওয়ানের অধিনায়কত্ব প্রশংসিত হয়েছিল। তবে বোলারদের আরও ক্ষুরধার হতে হবে। বিপক্ষের লোয়ার মিডল অর্ডারের দুই অলরাউন্ডার মিলে প্রায় ভারতকে হারিয়ে দিচ্ছিল। ফলে ডেথ ওভারে উইকেট নেওয়ার মতো বোলিং দক্ষতা দেখাতে হবে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার খেলতে পারায় নিজেদের ব্যাটিংয়ের প্রতি সন্তুষ্ট হবে। শে হোপ বাদে প্রায় প্রত্যেক ব্যাটার উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তবে আগামী ম্যাচে ব্যাটারদের থেকে তারা আরও বড় অবদান আশা করবে। বোলিং বিভাগে স্পিনাররা রানের গতি কমাতে সাহায্য করলেও নিয়মতি উইকেট নিতে পারবেন, এমন বোলারের অভাব রয়েছে দলে। 

পিচ রিপোর্ট

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালের পিচ প্রথম ম্যাচে ব্যাটিংয়ের জন্য খুবই অনুকূল ছিল। নিয়মিত ব্যবধানে বাউন্ডারিও মারতে পারছিলেন ব্যাটাররা। তবে শুরুর দিকে বোলারদের জন্য ভালো সহায়তা থাকে। ২৮০-র বেশী স্কোর এই ম্যাচেও আশা করা যায়।

কোন দলের কেমন কম্বিনেশন

ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচেও ২০০ পার করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় দলের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ৩০০ রান অতিক্রম করেছে, ফলে ব্যাটারদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যদিও রভম্যান পাওয়েল ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় একটি পরিবর্তন আসতে পারে। তাঁর জায়গায় খেলানো হতে পারে কিমো পলকে।

সম্ভাব্য একাদশ: শে হোপ (উইকেটকিপার), কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড, কিমো পল, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, জেডেন সিলস।

ভারত

শিখর ধাওয়ান, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার হাফ সেঞ্চুরি পেলেও বাকি ব্যাটারদের জন্য প্রথম ওডিআই একেবারেই ভালো কাটেনি। আগের ম্যাচের ভুল শোধরাতে চাইবেন তাঁরা। ইংল্যান্ড সিরিজ থেকে নিয়মিত খেলে আসা সূর্যকুমার যাদবকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং পরিবর্তে খেলানো হতে পারে রুতুরাজ গায়কওয়াড়কে। প্রসিধ কৃষ্ণ র পরিবর্তে আভেশ খান বা অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, আভেশ খান, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ১৩৭ | ওয়েস্ট ইন্ডিজ – ৬৩ | ভারত – ৬৮ | টাই – ২ | অমীমাংসিত – ৪

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ