ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: তৃতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI/Twitter)

দ্বিতীয় ওয়ানডেতে অক্ষর প্যাটেলের একটি শক্তিশালী প্রদর্শন ভারতকে চলমান তিন ম্যাচের সিরিজ জয় করতে এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনতিক্রম্য ২-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেছিল। শিখর ধাওয়ান ও তাঁর সতীর্থদের এখন লক্ষ্য হবে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালে ২৭শে জুলাই অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে উইন্ডিজকে হারিয়ে সিরিজ ৩-০তে হোয়াইটওয়াশ করা৷

ওয়েস্ট ইন্ডিজ পরপর দুই ম্যাচেই ভারতকে হারানোর মতো পরিস্থিতিতে এলেও অল্পের জন্য সীমা অতিক্রম করতে পারেনি। প্রথম ম্যাচে মহম্মদ সিরাজের অনবদ্য ডেথ বোলিংয়ের জন্য ৩ রানে হেরেছিল এবং দ্বিতীয় ওডিআইতে অক্ষর প্যাটেলের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে কোন জবাব খুঁজে পায়নি ক্যারিবিয়ান বোলাররা। 

পরপর দুই ম্যাচে ৩০০ অতিক্রম করায় ব্যাটিং বিভাগের আত্মবিশ্বাস ভালো জায়গায় থাকবে। শে হোপ আগের ম্যাচে সেঞ্চুরি করে ছন্দে আছেন এবং তৃতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন-আপের প্রধান স্তম্ভ হবেন। যদিও তাদের বোলারদের আরও ক্ষুরধার হতে হবে। দ্বিতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে সঙ্গ দেওয়ার মতো কোন শক্তিশালী ব্যাটার না থাকলেও বোলারদের দিশাহারা দেখিয়েছিল।

অন্যদিকে, ভারত সিরিজ জিতে নেওয়ায় ফুরফুরে মেজাজে থাকবে। হাঁটুর চোট কাটিয়ে একাদশে রবীন্দ্র জাডেজা ফিরে আসতে পারেন। এ ছাড়া এখনও অবধি একটি ম্যাচেও সুযোগ না পাওয়া খেলোয়াড়দের সিরিজের শেষ ম্যাচে দেখে নেওয়ার সুযোগ আছে। বোলিং বিভাগে ভারত আরও দক্ষতা আশা করবে তাদের বোলারদের থেকে। শুবমান গিল, শ্রেয়াস আইয়াররা রান পেলেও বড় স্কোর করতে পারেননি, ফলে সেই দিকেও টিম ম্যানেজমেন্ট নজর রাখবে।

পিচ রিপোর্ট

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালের পিচ ব্যাটিংয়ের জন্য দুই ম্যাচেই অনুকূল ছিল। বড় শট খেলতে অসুবিধায় পড়েননি ব্যাটাররা। পুরো ১০০ ওভার জুড়েই বল ভালোমত ব্যাটে এসেছে। ফলে আবারও ৩০০-র বেশী রান দেখতে পাওয়ার সম্ভাবনা।

কোন দলের কেমন কম্বিনেশন

ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ হাতছাড়া হলেও ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ থেকে নতুন কিছু প্রাপ্তির দিকে নজর রেখে দলে বেশ কিছু পরিবর্তন করতে পারে। দুই ম্যাচে একবারও ঝোড়ো ইনিংস খেলতে না পারা রভম্যান পাওয়েলের পরিবর্তে কিমো পলকে খেলতে দেখা যেতে পারে। লেগ স্পিনার হেডেন ওয়ালশ আগের ম্যাচে ৩ ওভারে ২৪ রান দেন, ফলে তিনি বাদ গিয়ে গুড়াকেশ মোতির ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ: শে হোপ (উইকেটকিপার), কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড, কিমো পল, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, জেডেন সিলস।

ভারত

ভারত চাইবে রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণদের একটি ম্যাচে দুযোগ দিয়ে দেখতে যে তাঁরা কেমন পারফর্ম করেন। শ্রেয়াস আইয়ার রানের মধ্যে থাকায় তাঁর পরবর্তী সিরিজ খেলা প্রায় নিশ্চিত, ফলে তাঁকে বিরতি দেওয়া যায়। এ ছাড়া সূর্যকুমার যাদব দুটি ওডিআইতে তেমন ভালো পারফর্ম করতে পারেননি। তিনিও দলের বাইরে যেতে পারেন। রবীন্দ্র জাডেজা ফিরে এলে যুজবেন্দ্র চাহালকে দলের বাইরে রাখা হতে পারে কারণ লেগ স্পিনার আগের ম্যাচে ৮ ওভারে ৬৯ রান দিয়েছিলেন। পেসারদের মধ্যে অর্শদীপ সিংয়ের ওডিআই অভিষেক হওয়ার সম্ভাবনা আছে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, দীপক হুডা, শুবমান গিল, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ১৩৮ | ওয়েস্ট ইন্ডিজ – ৬৩ | ভারত – ৬৯ | টাই – ২ | অমীমাংসিত – ৪

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ