ভারতের বিরুদ্ধে প্ৰথম টেস্টের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, জায়গা পেয়েছেন রাহকিম কর্নওয়াল
আপডেট করা - Jul 18, 2023 3:36 pm
১২ই জুলাই, বুধবার থেকে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই প্ৰথম ম্যাচের জন্য ১৩ জনের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাহকিম কর্নওয়াল দলে ফিরে এসেছেন। এছাড়াও দুজন আনক্যাপড খেলোয়াড়কে দলে জায়গা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মতির পরিষেবা পাবে না ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটি বিবৃতিতে জানিয়েছে, “বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মতি নির্বাচনের জন্য অনুপলব্ধ কারণ তিনি চোট পেয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন।”
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেন, “আমরা মতিকে ছাড়াই মাঠে নামব, তিনি রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেই কারণেই স্পিন বোলিং বিভাগে ওয়ারিকান এবং কর্নওয়ালের জন্য একটি সুযোগ তৈরি করেছে। তারা উভয়েই এর আগে টেস্ট ম্যাচ খেলেছেন এবং তারা তাদের কাজ ভালোভাবে করতে পারেন।”
প্রথমবারের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন কির্ক ম্যাকেঞ্জি এবং অ্যালিক অ্যাথানাজে
ডেসমন্ড হেইনস বলেন, “সম্প্রতি বাংলাদেশে ‘এ’ দলের সফরে ম্যাকেঞ্জি এবং অ্যাথানাজের ব্যাটিং পদ্ধতি দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। এই দুই তরুণ খেলোয়াড় ভালো রান পেয়েছিলেন এবং দারুণ পরিপক্কতার সাথে খেলেছেন, এবং আমরা বিশ্বাস করি যে তারা একটি সুযোগ পাওয়ার যোগ্য।”
তিনি আরও বলেন, “আমাদের এখানে শিবিরে জেডেন সিলস ছিলেন এবং অস্ত্রোপচারের পর রিহ্যাবে তিনি ভালো অগ্রগতি দেখিয়েছিলেন। যাইহোক, আমরা অনুভব করেছি যে তিনি এখনও ফিরে আসার জন্য পুরোপুরি প্রস্তুত নন এবং আমরা এই পর্যায়ে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। কাইল মায়ার্সকেও বিবেচনা করা হয়েছিল কিন্তু তার হালকা চোট রয়েছে এবং সতর্কতার কারণেই এই পর্যায়ে পাঁচ দিনের ম্যাচের পরিশ্রমের মধ্যে তাকে রাখা হয়নি।”
তিনি যোগ করেছেন, “আমরা জানি যে এই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে কারণ এটির মাধ্যমে আমরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করব। আমরা একটি ভালো দল তৈরি করতে চাই এবং উন্নতি করতে চাই এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই।”
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানাজে, তেজনারায়ণ চন্দ্রপল, রাহকিম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, রেমন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।
রিজার্ভ খেলোয়াড়: টেভিন ইমলাচ, আকিম জর্ডান।