ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা জেনেই পরিকল্পনা প্রস্তুত, জানালেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: BCCI)

টি টোয়েন্টি বিশ্বকাপে গতবার সফল হতে পারেনি তারা। কিন্তু এবার সেমিফাইনালের মঞ্চে পৌঁছেছে ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে বেশ আত্বিশ্বাসের সুরই শোনা গিয়েছে রোহিত শর্মার গলায়। এই বিশ্বকাপ শুরুর আগেই ংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেখানে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যখেষ্ট সাফল্যও পেয়েছিল তারা। সেই সিরিজ জয়ই এখন রোেহিত শর্মার কাছে প্রধান আত্মবিশ্বাস। ম্যাচ শুরুর আগে তা বলতে দ্বিধাও করলেন না তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই অবশ্য টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে অবশ্য এতটুকুও অসাবধনী নন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ খেলার কারণে তাদের শক্তি ও দুর্বলতা সব সম্বন্ধেই অবগত রয়েছে ভারতীয় দল। আর এদিনের ্মযাচে সেটাই কাদে লাগাতে চান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

টস হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং পেয়েছেন রোহিত শর্মা

ইংল্যান্ডের ঘরের মাঠে তাদেরকে ২-১-এ টি টোয়েন্টি সিরিজ হারিয়েছিল ভারতীয় দল। এদিনের সেমিফাইনালের মঞ্চেও যে সেই সিরিজটাই রোহিত শর্মাদের আত্মবিশ্বাস য়োগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে ভারতীয় দল। একইসঙ্গে খুব একটা তাড়াহুড়ো  না করারই ইঙ্গিত রোহিত শর্মার কথায়। ইংল্যান্ডের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখেই এগিয়ে যেতে চান তিনি। সেই পরিকল্পনারই খানকটা ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা।

টসের সময় রোহিত শর্মা জানিয়েছেন, “ইংল্যান্ডের এই দলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আমার বেশ কিছু ম্যাচ খেলেছি। তারফলেই ইংল্যান্ডের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধে ভালভাবেই অবগত রয়েছি আমরা। সেটাকেই এগিন ম্যাচে কাজে লাগানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ঠান্ডা মাথায় খেলা এবং নিজেদের পরিকল্পনাকে একেবারে সফ করাই হল প্রধান লক্ষ্য আমাদের। মাঝে চোটটা এওকটি ভয়ের সঞ্চার করলেও, এখন আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। আমাদের েদলেও প্রচুর প্রতিভা রয়েছে। সেজন্যই প্রথ একাদশ বেছে নেওয়ার কাজটাও বেশ কঠিন”।

ইংল্যান্ডের বিরুদ্ধে টস হারলেও রোহিত শর্মার পরিকল্পনা যে খুব একটা ব্যর্থ হয়েছে তেমনটা নয়। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতলে  প্রথমে ব্যাটিং নেওয়ারই ভাবনা ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার।  টস হারের পর সেই কথা বলতে দ্বিধাও করেনি তারা। পরিসংখ্যানে ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে ভারত। সেই ধারাই এদিন ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।