সতীর্থদের পাশে দাঁড়ালেও হারের জন্য ব্যাটিং ব্যর্থতার কথাই সাকিব অল হাসানের মুখে
আপডেট করা - Aug 31, 2023 11:11 pm
শ্রীলঙ্কার বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। তারই খেসারত দিতে হল প্রথম ম্যাচে হার দিয়ে। ১৬৪ রান নিয়েলড়াই করার চেষ্টা করলেও, সেই কাজটা যে একেবারেই সহজ ছিল না তা ভালভাবেই জানেন সাকিব অল হাসান। চোট আঘাতে জর্জরিত বাংলাদেশ শিবিরের এশিয়া কাপ স্কোয়াডে এবার তারুণ্যের আধিক্য। ম্যাচ হারের পর সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক সাকিব অল হাসান। একইসঙ্গে ব্যাটিং ব্যর্থার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। আসন্ন ম্যাচ গুলোর আগে এই দিকেই বাড়তি নজর দেওয়ার ইঙ্গিত সাকিব অল হাসানের।
এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। পরিসংখ্যানের বিচারে পিছিয়ে থেকেই নেমেছি্ল তারা। গতবারের এশিয়া কাপে এই শ্রীলঙ্কার কাছে হেরেই বিদায়নিতে হয়েছিল বাংলাদেশকে। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোেগ ছিল সাকিব অল হাসানদের সামনে। কিন্তু ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় হার মেনেই মাঠ ছড়তে হল সাকিব অল হাসানের বাংলাদেশকে। ম্যাচ শেষে একরাশ হতাশাই ঝড়ে পড়ল বাংলাদেশ অধিনায়কের মুখ থেকে।
মাত্র ৫ রানেই এদিন সাজঘরের রাস্তায় ফিরেছিলেন সাকিব অল হাসান
এদিন টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব অল হাসান। পিচের প্রকৃতি বড় রান করার পক্ষে না থাকলেও, সেখানে ২২০ থেকে ২৩০ রান লড়াই করার জন্য যথেষ্ট ছিল বলেই মনে করছেন তিনি।সেই লক্ষ্যটা নিয়েই হয়ত মাঠে নেমেছিলেন বাংলাদেশ ব্যাটাররা। কিন্তু শ্রীলঙ্কার মাথিসা পাথিরানার ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার। দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব অল হাসান ও মুফফিকুর রহিমের ব্যাট থেকেও এসেছে ব্যর্থতা।
ম্যাচ শেষে সেই ব্যর্থতার কথা মেনে নিয়েছেন সাকিব অল হাসান। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “এদিনের পিচ ৩০০ রান করার মতো ছিল না। কিন্তু এখানে ২২০ থেকে ২৩০ রান করতে পারলে আমাদের জেতার একটা সুযোগ থাকত। দলগতভাবে একেবারেই ভাল ব্যাটিং পারফরম্যান্স আমরা দেখাতে পারিনি। আমাদেরকে একসঙ্গে হতে হবে, কারণ সামনেই বেশ কয়েকটি ম্যাচ রয়েছে আমাদের সামনে। অনেকেই দলে রয়েছেন যারা প্রথমবার এশিয়া কাপ খেলছেন। ভাল ক্রিকেট খেলেন বলেই তাদের জায়গা ড্রেসিংরুমে হয়েছে”।
এদিন নাজমুল হোসেন শান্তকে বাদ দিলে বাংলাদেশের কোনও ব্যাটারের পারফরম্যান্সই বলার মতো নয়। নাজমুল হোসেন যদি ৮৯ রানের ইনিংস না খেলতে পারতেন তবে বাংলাদেশ ১০০ রানের গন্ডীও টপকাতে পারত কিনা সন্দেহ রয়েছে। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।