এশিয়া কাপে বুমরাহ, সামির পাশে মহম্মদ সিরাজকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 25, 2023 12:42 pm

হাতে সময় রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই আগামী ৩০ অগস্ট তেকে শুরু হতে চলেছে এবারের এসিয়া কাপ। সেখানেি ২ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরক বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন থেকেই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ ভারতীয় দলের বোলিং লাইনআপ কী হতে পারে তা নিয়েই চলছে জোর তরজা। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামির সঙ্গে মহম্মদ সিরাজকেই ভারতীয় দলের প্রথম একাদশে রাখা উচিত্।
কয়েকদিন আগেই এশিয়া কাপের দল গোষণা করেছে বিসিসিআঈ। সেখানে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামিদের পাশাপাশি মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুরকেও এবার দলে রাখা হয়েছে। কিন্তু আকাশ চোপড়ার মতে তৃতীয় পেসার হিসাবে মহম্মদ সিরাজকেই ভারতীয় দলে খেলানো উচিত্। সেখানে শেষপর্যন্ত কী হয় তাতো ভারতীয় টিম ম্যানেজমেন্টই শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে। তবে আকাশ চোপড়া কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুরের থেকে এগিয়ে রাখছেন মহম্মদ সিরাজকেই।
এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে ২৪ ম্যাচে ৪৩টি উইেকেট রয়েছে মহম্মদ সিরাজের
এইঅ মুহূর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। বিশেষ করে এসিয়ার মাটিতে মহম্মদ সিরাজের পারফরম্যান্স জসপ্রীত বিমরাহ অএবং মহম্মদ সামির থেকেও খানিকটা ভাল। আর সেই কতা মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে এই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। বিশেষ করে এশিয়ার মাটিতে মহম্মদ সিরাজের হড় রয়েছে ১৬.৫৭ এহং ইকনমি রয়েছে ৪.৫১। সেই পরিসংখ্যানের কথা মাথায় রেখেই মহম্মদ সিরাকে এগিয়ে রাখছেন তিনি।
এই প্রসঙ্গে মহম্মদ সিরাজ জানিয়েছেন, “এই মুহূর্তে মহম্মদ সিরাজ দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁর কেরিয়ার এই মুহূর্তে ছোট হলেও দেশের জার্সিতে ২৪টি ম্যাচে ৪৩টি উইকেট রয়েছে মহম্মদ সিরাজের। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ২০.৭ এবং ইকনমি রেট রয়েছে ৪.৭৮। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামির থেকে তাঁর এই নম্বর অনেক ভাল। বিশেষ করে এসিয়ার মাটিতে মহম্মদ সিরাজের গড় রয়েছে ১৬.৫৭ এবং ইকনমি রয়েছে ৪.৫১”।
এশিয়ার বাইরের থেকে এসিয়ার মাটিতে মহম্মদ সিরাজের পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই ওপরের দিকে রয়েছে। আর সেই কারণেই আকাস চোুড়া এমন বার্তা দিয়েছে। অনেকেই এই মুহূর্তে প্রসিদ্ধ কৃষ্ণা নাকি শার্দূল ঠাকুর কাকে খেলানো যায় েমন নানান হিসাব নিকাশ করছেন। সেখানে মহম্মদ সিরাজকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া।