টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা, আত্মবিশ্বাসী ডেভিড মিলার

David Miller and Kagiso Rabada
David Miller and Kagiso Rabada. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কোনও ফলাফল হয়নি। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের ঘরের মাঠে সেই একদিনের সিরিজ ১-১ ফলাফলেই শেষ হয়েছে। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে ইংল্যান্ড। যদিও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজা একেবারেই ভাল জায়নি তাদের। টি টোয়েন্টি দলে রয়েছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা।যদিও দক্ষিণ আফ্রিকা এসব  নিয়ে একেবারেই ভাবতে নারাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তারা, জানিয়ে দিলেন ডেভিড মিলার।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ব্রিটিশ শিবিরে রয়েছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। অন্যদিকে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আবার ডেভিড মিলার। প্রতিপক্ষ শিবিরের অধিনায়কের ফর্মই যে খানিকটা চিন্তায় রেখেছে তাঁকে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ আইপিএলের মঞ্চে জস বাটলারকে অনেকটাই কাছ থেকে দেখেছেন ডেভিড মিলার। সেজন্যই বেশ সাবধানীও তিনি।

ইংল্যান্ডের সঙ্গে একদিনের সিরিজ ১-১ ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকার

ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। মাঝে একদিনও বিরতি নেই। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের প্রধান অধিনায়ক চেম্বা বাভুমাকে ছাড়া মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেখানেই ডেভিড মিলারের কাঁধেই রয়েছে এবার দক্ষিণ আফ্রিকার নেতৃত্বের দায়িত্ব। যদিও তা নিয়ে একেবারেই চিন্তিত নন ডেভিড মিলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগে বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল ডেভিড মিলারের মুখে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগে ডেভিড মিলার জানিয়েছেন, “ইংল্যান্ড এই মুহূর্তে বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য ক্রিকেট দল।ইয়ন মর্গ্যানের তত্ত্বাবধানে বহু ম্যাচ খেলেছেন জস বাটলার।  তাঁর যেমন বহু অভিজ্ঞতা রয়েছে তেমনই রয়েছে গোটা বিশ্বে খেলার অভিজ্ঞতা। তিনি আইপিএলে খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। তাই আমার মতে ইংল্যান্ড যথেষ্ট দক্ষ দল। আমাদের দলও যথেষ্ট শক্তিশালী। এই সিরিজটা যে যথেষ্ট ভাল হবে সেই ব্যপারেই আমি আশাবাদী”।

ইয়ন মর্গ্যান পরবর্তী ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক হয়েছেন জস বাটলার। যদিও নেতা হিসাবে শুরুটা খুব একটা ভাল করতে পারেননি তিনি। ভারতের কাছে একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ দুই জায়গাতেই হেরেছে ইংল্যান্ড। শুধু তাই নয় জস বাটলারকেও সেভাবে ফর্মে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম একদিনের ম্যাচে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন বাটলার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই য়ে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। ডেভিড মিলারও যে সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পেরেছেন তা নয়। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। সেখানেই কী হবে তা তো সময়ই বলবে।