চোট নেই তাঁর পুরোপুরি সুস্থ রয়েছেন, নিজেই জানিয়ে দিলেন জনি বেয়ারস্টো

Jonny Bairstow
Jonny Bairstow. (Photo by Cameron Spencer/Getty Images)

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামার কথা রয়েছে ইংল্যান্ডের। সেই ম্যাচে নামার আগেই হঠাত্ করে জনি বেয়ারস্টোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শোনাযাচ্ছিল জনি বেয়ারস্টোর নাকি চোট রয়েছে। আর সেজন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও সেই খবর যে একেবারেই ভুল তা এদিন নিজেই স্পষ্ট করে জানিয়ে দিলেন জনি বেয়ারস্টো। স্যাম কারাণকে কঁধে নিয়ে সোশ্যাল সাইটে দিলেন এক ছবি।

এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরের অন্যতম শক্তিশালী ক্রিকেটার জনি বেয়ারস্টো। একদিন এবং টি টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রধান অস্ত্রও তিনি। কিন্তু সেই বেয়ারস্টোই যদি খেলতকে না পারেন, তবে ইংল্যান্ড শিবিরে যে আতঙ্ক ছাড়াবে তা বলাই বাহুল্য। ভারতের কাছে সিরিজ হারের পর ঘরের মাঠে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছে ইংল্যান্ড। সেখানে নামার আগেই  জনি বেয়ারস্টোর চোটের খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যমে।

ঘরের মাঠে টেস্টে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ সেঞ্চুরী করেছিলেন জনি বেয়ারস্টো

বুধবার সকালেই সেই তভর একেবারে নস্যাত্ করলেন খোদ জনি বেয়ারস্টো। সোশ্যাল মিডিয়ায় স্যাম কারানকে কাঁধে নিয়ে একটি জিম সেশনের ভিডিও দিয়েছেন তিনি। আর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেট পাড়ায়। সেইসঙ্গে নিদের সুস্থতার বার্তাও দিয়েছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি ফিট রয়েছেন তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে প্রস্তুত জনি বেয়ারস্টো। আর এই কথা তাঁর মুখ থেকে শোনার পর ইংল্যান্ড ক্রিকেট সমর্থকরা যে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে সোশ্যাল সাইটেই জনি বেয়ারস্টো লিখেছেন, “একটা জিনিস পরিষ্কার করে দেওয়া ভাল যে আমি সম্পূর্ণ ফিট রয়েছি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতও আছি। সংবাদমাধ্যমে আমার চোট নিয়ে যে খবর ছড়িয়েছে তা একেবারেই ভুল। আমি যদি পুরোপুরি ফিট না থাকতাম তবে স্যাম কারানকে সেভাবে নিজের কাঁধের ওপর তুলতে পারতাম না”।

ঘরের মাঠে ভারতের কাছে ইংল্যান্ড একদিন ও টি টোয়েন্টি দুটো সিরিজই হেরেছে। সেই জায়গায় কিন্তু সফল হয়েছেন জনি বেয়ারস্টো। টেস্টের মঞ্চে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফম্যান্স দেখিয়েছিলেন তিনি। যদিও টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে সেভাবে পারেননি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বেয়ারস্টো। সেখানেই মঙ্গলবার দলের সঙ্গে প্রস্তুতির সময় পায়ে হাল্কা চোট নিয়ে অনুশীলন ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এরপর থেকেই শোনাযাচ্ছিল তিনি নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে অনিশ্চিত। সেই খবরকে নিজেই বুধবার মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন জনি বেয়ারস্টো।