বেন স্টোকসের সিদ্ধান্তকে সমর্থন করছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম

Ben Stokes
Ben Stokes. (Image Source: Twitter)

একদিনের ক্রিকেট থেকে হঠাত্ই অবসর নিয়েছেন বেন স্টোকস। যা নিয়ে ক্রিকেট মহলে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল। এখনও কথাবার্তা চলছে। বেন স্টোকসের সিদ্ধান্ত ঘিরে নানান মন্তব্য শোনাযাচ্ছে। এমন পরিস্থিতিতে বেন স্টোকসের একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানালেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম।  স্টোকসের এই সিদ্ধান্ত ঘিরে যখন নানান মন্তব্য শোনাযাচ্ছে, সেই সময় ব্রেন্ডন ম্যাকালাম মনে করছেন, যে এই পরিস্থিতিতে বেন স্চোকর নাকি যা করেছেন তা একেবারেই ঠিক।

জো রুট পরবর্তী পর্বে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক এখন বেন স্টোকস। তাঁর হাত ধরেই টেস্ট ক্রিকেটে টানা চারম্যাচে অপরাজিত তকমা ধরে রেখেছে ইংল্যান্ড। শেষম্যাচে ভারতের বিরুদ্ধেও পিছিয়ে থেকে দুর্ধর্ষ কামব্যাক করে সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। এরপরই ইংযান্ডের একদিনের দলেও ফিরেছিলেন বেন স্টোকস। কিন্তু ভারতের বিরুদ্ধে সেই সিরিজে একেবারেই সফল হতে পারেননি তিনি। রানও পাননি বেন স্টোকস। এরপরই মনস্থির করে ফেলেছিলেন  অবসরের ব্যপারে।

২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন বেন স্টোকস

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগেই এই ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তিনি। যা শুনে গোটা বিশ্ব একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। একদিনের ক্রিকেটে নাকি একশো শতাংশ  পারফরম্যান্স  দিতে পারছেন না বলেই এই ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। আর ম্যাচ ম্যাচের দিন মাঠে নেমে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডে ক্রিকেটের সূচীর জন্যই নাকি শেষপর্যন্ত এই ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার পরই সেই ইঙ্গিত শোনা গিয়েছিল বেন স্টোকসের মুখে। এবার সেই সিদ্ধান্তকেই সম্মান জানালেন খোদ বরেন্ডন ম্যাকালাম। তিনি জানিয়েছেন, “তিনি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখান থেকে এমন সিদ্ধান্ত বেন স্টোকস নিতেই পারেন। তবে যেভাবে ক্রিকেটের সূচী রয়েছে এবং সেইসঙ্গে টেস্ট অধিনায়ক হিসাবেও তাঁর যে দায়িত্ব রয়েছে, সেখান থেকে স্টোকসের ওপর চাপ বাড়তোই। এছাড়া তাঁর সদ্য একটি পরিবারও হয়েছে”।

বেন স্টোকসের এমন সিদ্ধান্ত নেওয়ার পর নানান কথাবার্তাই শোনা যেতে শুরু করেছে। স্টোকসের এই সিদ্ধান্ত নাকি অল ফর্ম্যাট ক্রিকেটারের ধারনাটা ধীরে ধীরে বদলে দিতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকে। যদিও ব্রেন্ডন ম্যাকালাম এখনই এসব নিয়ে মন্তব্য করতে নারাজ। স্টোকসের এই সিদ্ধান্ত কোনও ইঙ্গিত দেয় কিনা সেটা নিয়ে কিছু বলতে চাননা তিনি। কিন্তু স্টোকসের এই সিদ্ধান্ত যে অনেক প্রশ্ন তুলে দিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।