মুম্বইয়ের পারফরম্যান্স অপ্রত্যাশিত মেনে নিচ্ছেন রোহিত, আগামী মরসুমে শক্তিশালী হয়ে ফেরার বার্তা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ইতিহাসে এটাই বোধহয় সবচেয়ে খারাপ মরসুম মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ বারের চ্যাম্পিয়নরা এবারের আইপিএলে টানা আটম্যাচ হেরেছে। সেইসঙ্গেই এবারের আইপিএলের প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছে তারা। যদিও এই ঘটনা এখন আর মনে রাখতে চাইছেন না রোহিত শর্মা। আইপিএল শেষের পর প্রথমবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। খারাপ মরসুমের কথা মনে রাখতে চায়না, এই মরসুমের পারফর্ম্যান্স থেকে শিক্ষা নিয়েই আসন্ন মরসুমে আরও শক্তিশালী হয়েই ফেরার বার্তা রোহিত শর্মার মুখে।

এবারের আইপিএলে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। বড় রান তো দূরস্ত, অর্ধশতরানও পাননি তিনি। যা হয়ত রোহিত শর্মার মতো ক্রিকেটারের থেকে একেবারেই প্রত্যাশিত নয়। শুধু তাই নয়, ইশান কিষাণের ব্যাট থেকেও সেই রানের ঝড় দেখা যায়নি। যদিও আইপিএলের শুরুটা তিনি ভালভাবেই করেছিলেন। আইপিএলে সময় যত এগিয়েছে, রোহিত শর্মাদের দল নিয়ে ততই বেড়েছিল সমালোচনা। মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য এসব নিয়ে এখন ভাবছেন না।

বরং এই গোটা মরসুমে তাদের পজিটিভ জিনিস গুলো নিয়েই তারা সকলে ভাবছে। খারাপ সময়েও প্রত্যেকেই প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে। এই মরসুমের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়েই এবারঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিত শর্মা।  আগামী মরসুমে তারা যে আরও শর্কিশালী হয়ে ফিরবে, সেই বার্তাও শোনা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের মুখে।

এবারের আইপিএলে টানা আট ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের প্রতি ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাটিং থেকে বোলিং প্রতি জায়গাতেই এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। এমনটা যে রোহিত শর্মার কাছেও অপ্রত্যাশিত, তা মেনে নিচ্ছেন তিনিও। তবে ভেঙে পড়তে নারাজ তারা। ঘুরে দাঁড়ানোর কথাই এখন শোনাযাচ্ছে তাঁর মুখে।

জি নিউজে উদ্ধৃত রোহিত শর্মার বক্তব্য অনুযায়ী, “এই মরসুমে যে ফলাফলটা হয়েছে, তা সত্যিই অপ্রত্যাশিত। তবে সেখান থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাড়াবো। সবথেকে বড় ব্যপার হল দলের প্রতিটি সদস্য সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছেন। এখন আগামী মরসুমের জন্য কেমনভাবে প্রস্তুতি নেব, সেদিকেই নজর রয়েছে আমাদের। শেষটা আমরা ভালভাবে করতে পেরেছি। সেটাই আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী মরসুমে আমরা আরও শক্তিশালী হয়েই ফিরব”।

দলের তারকারা সফল না হতে পারলেও, বেশকিছু তরুণ ক্রিকেটাররা কিন্তু এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিসদের মতো তারকারা মুম্বইয়ের হয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও সেই কথা মেনে নিচ্ছেন। এই তরুণ ক্রিকেটারদের নিয়ে আশার সুর শোনা গিয়েছে তাঁর মুখেও। ভবিষ্যতে এই তারকারা যে তাদের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে তা নিয়েও বেশ আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।