ফাইনালে পৌঁছতে হলে বিরাট, ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েলদের বড় পান পেতে হবে, মনে করেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আইপিএলের ম্যাচে দুই দলের সামনেই মরণ-বাঁচন ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার কে জিতবে সে তো ম্যাচ শেষেই বোঝা যাবে। কিন্তু দুই দলই সেই লক্ষ্যে মরিয়া। এখনও পর্যন্ত আইপিএের মঞ্চে একবারও ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্দিকে ২০০৮ সালের পর রাজস্থান রয়্যালসও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্বপ্নের দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তত শেষম্যাচে তাদের পারফরম্যান্স যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু দ্বিতীয় কোয়িলাফায়ারের চ্যালেঞ্জটা আরও কঠিন। এই লক্ষ্যে জিততে হলে দলের সিনিয়র সদস্যদেরই যে জ্বলে উঠতে হবে সে ব্যপারে কোনো সন্দেহ নেই প্রাক্তন তারকা আকাশ চোপড়ার। তাঁর মতে বেঙ্গালুরুকে যদি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে হয় তবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলদের দায়িত্ব নিতে হবে। এই তিন সিনিয়র সদস্যের ব্যাট থেকে বড় রান এলেই অসাধ্য সাদন সম্ভব বলে মনে করছেন তিনি।

আইপিএলের পলে অফে বিরাট কোহলির  পরিসংখ্যান কিন্তু খুব একটা ভাল নয়। বিশেষ কের দ্বিতীয় কোয়ালিফায়ারে তো একেবারেই বড় রান নেই বিরাট কোহলির। এখনও পর্যন্ত দুবার দ্বিতীয় কোয়ালিফায়ারের মঞ্চে নেমেছেন বিরাট কোহলি। সেখানে একবার করেছেন ৮ রান অন্য ম্যাচে করেছেন ১২ রান। ।দিও আইপিএলের মঞ্চে যেকোনও অসম্ভবই সম্ভব। কারণ বেঙ্গালুরুর লিগ পর্বের শেষ ম্যাচের নায়ক তো বিরাট কোহলিই ছিলেন।

আইপিএলে এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি এই তিন ক্রিকেটার

এই প্রসঙ্গে আকাশ চোপড়া স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “এদিনের ম্যাচে অভিজ্ঞতাই শেষ কথা বলবে। আমি এমনটাই বিশ্বাস করি, যদিও ভুল হতেই পারি। কারণ এবারের আইপিএলে এলিমিনেটর ম্যাচ নিয়েই বেশীরভাগ জায়গাতেই বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েলদের থেকে বড় রান দেখা যায়নি। তা সত্ত্বেও আরসিবি এখানে পৌঁঠনো মানে, তারা গোটা মরসুমে ভালই খেলেছে। কিন্তু এই জায়গা থেকে যদি এগোতে চাও, তা বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি কিংবা গ্লেন ম্যাক্সওয়েলের সাহায্য ছাড়া সম্ভব নয়”।

গতম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সিনিয়র ক্রিকেটাররা কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বিশেষ করে বিরাট, ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েল, তিন ক্রিকেটারই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। যদিও বেঙ্গালুরু শিবির থেকে সেদিনই এক নতুন তারকার উদ্ভব হয়েছিল। রজত পাতিদারের দুর্ধর্ষ সেঞ্চুরীতেই ম্যাচ জিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন এই তিন তারকা জ্বলে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার।