ইশান কিষাণের পরিবর্তে দ্বিতীয় টি টোয়েন্টিতে যশস্বী জয়সওয়ালকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Aug 6, 2023 2:58 pm
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেডের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যচে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে নামার আগেই দলের ওপেনিং জুটিতে পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে দ্বিতীয় টি টোয়েন্টিতে যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলের হয়ে অভিষেক করানো উচিত্। ঈশান কিষাণের পরিবর্তেই তাঁকে খেলানোর বার্তা দিয়েছেন এইঅ প্রাক্তন ক্রিকেটার।
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। কেরিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। ১৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া বাকি ইনিংস গুলোতে ৫৭ ও ৩৮ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই যশস্বীকেই এবার টি টোয়েন্টি ফর্ম্যাটেও দেশের জার্সিতে অভিষেক করানোর বার্তা দিচ্ছেন ওয়সিম জাফর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে শুভমন গিের সহ্গে ওপেন করেচিলেন ঈসান কিষণ। যদিও সেখানে ভাল পারপরম্যান্স দেখাতে পারেননি এই করুণ ক্রিকেটার। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার টেস্ট ও ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দজেখিয়েছিলেন ঈশান কিষাণ।তিনটি ওডিুাই ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। তাঁর পরিবর্তেই দ্বিতীয় টি টোয়েন্টিতে যশস্বী জয়সওয়ালকে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
ওয়াসিম জাফর জানিয়েছেন, “এই ম্যাচে আমি যশস্বী জয়সওয়ালকে দেখতে চাই। দ্বিতীয় টি টোয়েন্টিতে ওপেনিং পজিশনেই খেলানো উচিত্ যশশ্বী জয়সওয়ালকে। ঈশান কিষাণের পরিবর্তেই তাঁকে খেলানো হোক। ঈশান কিষাণের টি টোয়েন্টিতে সম্প্রতি পারফরম্যান্স ভাবাচ্ছে আমাকে। শেষ ১৫টি টি টোয়েন্টি ইনিংসে ৪০ রামনটপকাতে পারেননি ঈশান কিষাণ। এমনকী তাঁর স্ট্রাইকরেটও খুবই কম। সেটা চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। তবে তিনি ওডিাইকে বেশ ভাল ফর্মেই ছিলেন। কিন্তু টি টোয়েন্টি সম্পূর্ম আলাদা ফর্ম্যাট”।
ওয়েেস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ৪ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। ভাল বোলিং পারফরম্যান্স দেখালেও ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে সেভাবে ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই জন্যই ওপেনিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।