প্রথম টি-২০র আগে নিজের পছন্দের ভারতীয় একাদশ বাছলেন ওয়াসিম জাফর

ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিংকে খেলাতে চান জাফর

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

ভারতের প্রাক্তন ব্যাটার ওয়াসিম জাফর তাঁর হাস্যকর পোস্ট, খেলার বিশ্লেষণ এবং ক্রিকেটের অন্যান্য আকর্ষণীয় দিক নিয়ে আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন। প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ বিবাদ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এখন জাফর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ ঘোষণা করেছেন।

২৬শে জুন রবিবার ম্যালাহাইডে শুরু হতে চলে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের জন্য জাফর যে একাদশ বেছে নিয়েছেন তাতে একজন অভিজ্ঞ বোলারকে স্থান দেননি। একাধিকবার রঞ্জি ট্রফি বিজয়ী সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমারকে না খেলিয়ে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী। যদিও দল ঘোষণা হওয়ার সময় ভুবনেশ্বরকে এই স্কোয়াডের সহ-অধিনায়ক করা হয়েছিল।

অ্যান্ড্রু ব্যালবার্নির নেতৃত্বাধীন দলের বিপক্ষে প্রথম খেলার জন্য তাঁর পূর্বাভাসিত একাদশ বাছাই করার সময় ওয়াসিম জাফর ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কওয়াড়কে ওপেনার হিসেবে রেখেছেন। এই ম্যাচের জন্য তিনি ঈশানকে উইকেটকিপার হিসেবেও বেছে নেন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দীপক হুডা ও দীনেশ কার্তিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়াসিম অক্ষর প্যাটেল এবং রিস্ট-স্পিনার যুজবেন্দ্র চাহালকে রেখেছেন দুই ফ্রন্টলাইন স্পিনার হিসেবে। পেস বোলিং আক্রমণে ভুবনেশ্বর কুমারের অবর্তমানে হর্ষল প্যাটেল, আভেশ খান ও অর্শদীপ সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশ্চর্যজনকভাবে, উমরান মালিকের জন্যও কোনও জায়গা ছিল না যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ তাঁর গতি দিয়ে অনেককে মুগ্ধ করেছিলেন।

এখানে রইল ওয়াসিম জাফরের পছন্দের একাদশ

সীমিত ওভারের সহ-অধিনায়ক কেএল রাহুল কুঁচকির চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য বাদ পড়ায় হার্দিক পান্ডিয়াকে দুই ম্যাচের সিরিজের জন্য অস্থায়ী অধিনায়ক মনোনীত করা হয়েছে। এই সিরিজটি ভারতীয় দলের যুক্তরাজ্য সফরের সূচনা করবে যেখানে। আগামী শুক্রবার ১লা জুলাই তারিখে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট ম্যাচ দিয়ে একটি সর্ব-ফর্ম্যাটের দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত।

ভারতের দুই প্রতিশ্রুতিমান পেসার অর্শদীপ সিং ও উমরান মালিকের উপর ফোকাস থাকবে কারণ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেখে নিতে চাইবেন এই দুই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে কেমন পারফর্ম করেন।