নামিবিয়া ম্যাচে ঈশান কিষাণকে দিয়ে ওপেন করানোর পরামর্শ ভিভিএস লক্ষ্মণের

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে প্রয়োজনীয় পরিবর্তন নিয়েও মত ব্যক্ত করলেন

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ মনে করেন যে ভারতের উচিত তাদের শেষ সুপার ১২ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণকে সুযোগ দেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ভারত যে অনুশীলন ম্যাচগুলি খেলেছিল, সেই সময় কিষাণ দুর্দান্ত ফর্মে ছিলেন।

মূল টুর্নামেন্টে হতাশাজনক অভিযানের পর ভারত শেষ ম্যাচে নামার আগেই ছিটকে গেছে। ফলে নামিবিয়ার বিপক্ষে তাদের চূড়ান্ত ম্যাচটি এখন স্রেফ নিয়মরক্ষার। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে বিরাট কোহলিও শেষবার মাঠে নামবেন। তিনি চলমান টি-২০ ইভেন্টের সমাপ্তির পরে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন আগেই। এই বৈশ্বিক ইভেন্টের পরেই মেয়াদ শেষ হয়ে হচ্ছে প্রধান কোচ রবি শাস্ত্রীরও।

ঈশান কিষাণ পাওয়ারপ্লেকে কাজে লাগাতে সক্ষম – লক্ষ্মণ

আহত সূর্যকুমার যাদবের বদলি হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঈশান কিষাণকে সুযোগ দেওয়া হয়েছিল। কেএল রাহুলের সাথে কিষাণকে ওপেন করতে পাঠানো হয়েছিল এবং রোহিত শর্মা ৩ নম্বরে অবনমিত হয়েছিলেন। ওই ম্যাচে তিনি ৮ বলে ৪ রান করে আউট হন। এরপর তাঁর আর সুযোগ হয়নি প্রথম একাদশে।

কিষাণকে ভারতের সম্ভাব্য ওপেনার হিসাবে ভাবার কথা বলতে গিয়ে স্টার স্পোর্টসে লক্ষ্মণ বলেছেন: “ঈশান কিষাণ এমন একজন যিনি পাওয়ারপ্লেতে ফিল্ডিং সীমাবদ্ধতাকে ব্যবহার করে দ্রুত গতিতে রান তুলতে পারেন। কিন্তু রোহিত ও রাহুল প্রতিষ্ঠিত ওপেনার। তাই প্রশ্ন উঠতেই পারে কার জায়গায় কিষাণকে ওপেনিংয়ে স্থান দেওয়া যেতে পারে। কিন্তু নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি যেহেতু তাৎপর্যহীন তাই এই ম্যাচে ঈশান কিষাণকে চেষ্টা করে দেখা যেতেই পারে।”

২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন সংস্করণ। তার আগে ভারতীয় দলে কোন কোন পরিবর্তন প্রয়োজন সেই সম্পর্কে মুখ খুললেন প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার। “আমি মনে করি দ্রুত বল করে এমন কয়েকজন বোলারকে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন হবে, যেখানে আমার মনে হয় না যে বল খুব বেশি সুইং করবে। কিন্তু এমন একজন থাকা দরকার যে দ্রুত বল করতে পারে, সেই উইকেটের বাউন্স এবং গতি কাজে লাগাতে পারে এবং একই সাথে বৈচিত্র্যময় বোলিং করতে পারে কারণ এমন কাউকে দরকার যে ইনিংসের ডেথ ওভারে কার্যকরী হবে,” হায়দ্রাবাদি ক্রিকেটার বলেছেন।

তিনি আরও জোড়েন, “অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল এমন ব্যাটারদের চিহ্নিত করা যারা বল করতে পারে কারণ আমরা দেখেছি যে ষষ্ঠ বা সপ্তম বোলিং বিকল্প থাকলে অধিনায়ক কম চাপে থাকেন। আমরা জানি হার্দিক পান্ডিয়া তার ফিটনেস নিয়ে বিব্রত আছেন। সুতরাং, দু-একজন ব্যাটার দরকার যারা দুই ওভার হলেও করে দিতে পারে। সেটা করতে পারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত লাভবান হবে।”