নারিনের কোন ক্রিকেটারের উইকেট সবচেয়ে সেরা জানুন

Virat Kohli and Sunil Narine
Virat Kohli and Sunil Narine. (Photo Source: IPL/BCCI)

এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর নেপথ্যে সুনীল নারিনের ভূমিকা অনস্বীকার্য। ৪ ওভার বল করে ৪ উইকেট নিয়ে বেঙ্গালুরুর কোমর ভেঙে দিয়েছিলেন নারিন। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল।

তবে নারিনের বোলিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ২০১২ ও ২০১৪ সালে ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারিন। ২০১২ সালে নিয়েছিলেন ১৫ ম্যাচে ২৪ উইকেট। ২০১৪ সালে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এরপর তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। অ্যাকশন বদলাতে গিয়ে তাঁর বোলিংয়ের পুরোনো ধার অনেক কমে যায়। তবে এবার তার যোগ্য জবাব দিলেন মিস্ট্রি স্পিনার।

এবারে ইতিমধ্যেই ১২ ম্যাচে ১৪ উইকেট ঝুলিতে রয়েছে নারিনের। কিন্তু এলিমিনেটর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্সের উইকেট পেলেও আরসিবির অধিনায়ক কোহলির উইকেট নারিনের কাছে সেরা। দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে দিয়ে ‘ম্যাচের সেরা’ নারিন বলেন, “বিরাটকে আউট করা আমার লক্ষ্য ছিল। সেটা করতে পেরে বাড়তি আনন্দ হচ্ছে। চার উইকেট নেওয়ার সঙ্গে ওদের রানের গতিও রুখতে পেরেছিলাম। সেইজন্য আরও ভাল লাগছে।”

তবে এটা যে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ সেটা মেনে নিতে তাঁর দ্বিধা নেই। সেটা মনে করিয়ে নারিন যোগ করেন, “আমার মতে টি-টোয়েন্ট ফরম্যাটে এটা আমার অন্যতম সেরা পারফরম্যান্স। সব ম্যাচেই অবশ্য সমান প্রস্তুতি থাকে। তবে প্রতিদিন তো আর বিপক্ষকে উড়িয়ে দেওয়া যায় না। মাঝেমধ্যে মনে হয় প্রথম বলেই আউট হয়ে যাব। কোনও কোনও দিন সবটাই ভাল হয়। যেমনটা এই ম্যাচে হল। তাই দলকে জেতাতে পেরে দারুণ ভাল লাগছে।”