বৃষ্টিতে ভেস্তে গেল অনুশীলন, ডমিনিকা ভ্রমনে ব্যস্ত বিরাট কোহলি, শুভমন গিলরা

Virat Kohli, Shubman Gill and Ishan Kishan
Virat Kohli, Shubman Gill and Ishan Kishan. (Photo: Twitter)

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্ন্ত কী হবে তা তো সময়ই বলবে। তার আগে বেশ খোেশ মেজাজেউ রয়েছেন বিরাট কোহলি., শুভমন গিলরা। হাতে র মাত্র বেশী সময় নেই।  এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। গত শনিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামর জন্য ডমিনিকা পৌঁছেছিল ভারতীয় দল। রবিবার তেকেই তাদের প্রস্তুতিও সুরু করার কথা ছিল। তবে বৃষ্টির জন্য মাঠে নামতে পারেননি ভারতীয় দলের ক্রিকেটাররা।

সেই ফাঁকে খানিকটা ছুটিপ মেজাজেই রয়েছেন বিরাট কোহলি ও  শুভমন গিলরা। ডমিনিকাতেই বিভিন্ন জায়গায় এদিন ঘুরতে গিয়েছিলেন বিরাট কোহলি, শুভমন গিল এহং ঈশান কিষাণরা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি। শুভমন গিল এবং ইশান কিষাণের বন্ধুত্বের কথা সকলেরই জানা। এই দুই তরুণ ক্রিকেটারই এদিন ক্যারিবিয়ান আইল্যান্ড  ঘুরতে বেড়িয়ে পড়েছিলেন। একইসঙ্গে বিরাট কোহলিও ছিলেন ছুটির মেজাজেই।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে্ছিলেন শুভমন গিল। তাঁকে নিয়েই এখন সবচেয়ে বেশী চর্চা। এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য তিনি। আগামী বিশ্বকাপের মঞ্চেও যে  শুভমন গিল ভারতীয় দলের পরিকল্পনাতে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ওয়েোস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র  হলেন শুভমন গিল। যদিও শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও শুভমন গিলকে নিয়ে সকলের প্রত্যাশা বেশ ওপরের দিকেই রয়েছে।

হবে নাইবা কেন এই বছর দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এই বছরই একদিনের ফর্মন্যাটে দ্বিশতরানেরক ইনিংস খেলেছিলেন শুভমন গিল। তাঁকে নিয়ে চর্চা যে তুঙ্গে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ঈশান কিষাণও ভারতীয় দলের প্রথম একাদশে উইকেটকিপার হবেন কিনা তা নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। রবিবার ডমিনিকাতে প্রতম প্রস্তুতিতে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু বৃষ্টির জন্য তা সম্ভব হয়নি।

বৃষ্টিতে প্রস্তুতি ভেস্তে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেই সময়েই ডমিনিকাতে নানান জায়গায় ঘুরে বেড়ালেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজেের বিরুদ্ধে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।