“নিজের দায়িত্বের প্রতি অসৎ হতে চাইনি”, অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে বললেন বিরাট কোহলি

জানালেন ১২০ শতাংশ নিষ্ঠার সাথে খেলতে চান

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

কয়েক দিন আগে ভারতের টি-২০ দল ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের পদ ছাড়ার কথা ঘোষণা করে বিরাট কোহলি ক্রিকেটমহল ও সমর্থকদের বড় ধাক্কা দিয়েছিলেন। অতিরিক্ত চাপ থেকে নিষ্কৃতি পেতেই তাঁর এই সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছিলেন তখন। এই বছরের আইপিএলের মাঝেই তিনি আরসিবি অধিনায়কত্ব ছাড়ার কথা বলে অনেকের সমালোচনার সম্মুখীনও হন।  

১২০ শতাংশ না দিলে সেই কাজ করতে চান না 

সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয় বিরাট ২০১৯ সালেই এবি ডি ভিলিয়ার্সের সাথে ঘনিষ্ঠ আলোচনায় আরসিবির অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং চেয়েছিলেন শুধু একজন ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে জড়িত থাকতে। এখন কোহলি নিজেই জানালেন কেন তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন যে দায়িত্বই তাঁকে দেওয়া হোক, তিনি চান ১২০ শতাংশ নিষ্ঠাসহ সেই কাজ করতে। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর পক্ষে সেটা করা সম্ভব হচ্ছিল না। 

স্টার স্পোর্টসকে কোহলি বলেন, “কাজের চাপ সামলানোটা গুরুত্বপূর্ণ। আর তাছাড়া নিজের দায়িত্বের প্রতি অসৎ হতে চাইনি। নিজের ১২০ শতাংশ না দিতে পারলে সেই কাজ নিয়ে পড়ে থেকে লাভ নেই। মন থেকে আমি পরিষ্কার থাকতে চাই। কোন কাজ জোর করে চালিয়ে যাওয়ার পক্ষপাতী নই আমি।”

২০০৮-এ আইপিএলের সূচনালগ্ন থেকেই আরসিবির সাথে জড়িত বিরাট কোহলি। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর আরসিবিতে যোগ দেন তিনি। সেখান থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠেন তিনি। ২০১৩ থেকে তিনি আরসিবির অধিনায়ক। অধিনায়ক হিসেবে ২০১৬-য় দলকে ফাইনালে নিয়ে যান তিনি। এছাড়া তিনবার প্লে-অফেও নিয়ে যান দলকে।  

এই বছর তাঁর অধিনায়কত্ব উচ্চ প্রশংসিত। কোনা শ্রীকর ভরতের মতো তরুণদের উপর ভরসা করে সুযোগ দিয়েছেন। এখন ভরত সেই ভরসার প্রতিদান দিচ্ছেন ম্যাচ জিতিয়ে। এবারের নিলামে হর্ষল পাটেলকে তুলে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন কোহলি। সর্বোচ্চ উইকেট নিয়ে হর্ষল এখন পার্পল ক্যাপের অধিকারী। যুজবেন্দ্র চাহালের অফ ফর্মে চাহালের পাশে থেকেছেন। এখন চাহাল তাঁর অন্যতম প্রধান অস্ত্র। 

২০১১-র পর এই প্রথম আরসিবি লিগ পর্যায়ের শেষ ম্যাচের আগেই প্লে-অফে কোয়ালিফাই করেছে। আজ আরসিবি এলিমিনেটরে নামবে কেকেআরের বিরুদ্ধে।