বিরাট কোহলিকে ফর্মে ফিরতে দেখে আপ্লুত সঞ্জয় বাঙ্গার

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

এশিয়া কাপের শেষম্যাচে ঈফগানি্তানের বিরুদ্ধেই ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়েছিলেন বিরাট কোহলি। তিনি যে ধীরে দীরে সেই পুরনো ফর্মে ফিরছেন তা আবারও বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সামনে ছিল ঘরের মাঠে সিরিজ জয়ের ম্যাচ। সেখানেই ফের একার জ্বলে উঠলেন বিরাট কোহলি। ব্যাটহাতে যেমন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেন তেমনই সূর্যকুমার যাদবকে বড় শট খেলার ক্ষেত্রে গোটাম্যাচে সহ্গ দিয়ে গেলেন। ভারতের ম্যাচজয়ের অন্যচম কারিগড়ও এদিন কিন্তু তিনিই।

সেই বিরাট কোহলিকে দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে বিরাট কোহলিকে ফের সেই পুরনো ফর্মে দেখা যাচ্ছে। শুধু তাই নয় আগের মতোই বিরাট কোহলির চোখে মুখে সেই রানের খিদে এখন আবার ফুটে উঠেছে। বিরাট কোহলি সবসময়ই বাঙ্গারের মতেএকজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলির ফর্মে ফেরাটা যে একটাবিরাট ইঙ্গিত তা মানতে কোনও দ্বিধা নেই সঞ্জয় বাঙ্গারের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে তাড়াতাড়া অল আউট করে দেওয়াই ছিল তাঁর প্রধান লক্ষ্য। কিন্তু বারতীয় বোলাররা সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে সক্ষম হননি। বরং ভাকতেরসামনে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই জায়গায় ব্যাটিং করতে নেমে ভারতীয় দলও কিন্তু শুরকুটা ভাল করেনি। সেখান থেকেই ব্যাট হাতে শুরু হয়েছিল বিরাট কোহলির হাল ধরা।

অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে দুর্ধর্ষ একটা ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি। তাঁর  ৬৩ রানের ইনিংসের সৌজন্যেই তো ভারতের জয়ের রাস্তাটা তরান্তিত হয়েছিল। সেইসঙ্গে সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর ১০৪ রানের পার্টনারশিপ। এমনটা দেখার পরই সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “তিনি একজন চ্যাম্পিয়ন ব্যাটার। ভারতীয় দলের হয়েদীর্ঘদিন ধরেই এটা করে আসছেন বিরাট কোহলি। তিনি যানেন সেই ফেজে কেমনভাবে নিজের খেলা তিনি উপভোগ করতেন। তিনি জানেন যে তাঁর সেই রিদিম আবার ফিরে এসেছে। তিনি জানেন যে তাঁর রানের খিদেও ফিরে এসেছে। বিরাট কোহলির শরীরি ভাষাদেখলেই তা বোঝা যায়”।

এসিয়া কাপের মঞ্চ থেকেই কিন্তু এবার বিরাট কোহলির ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছিল। প্রথম ম্যাচ থেকেই বেশ ছন্দে ছিলেন তিনি। এরপরই শুরু হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সেই ইনিংস। প্রায়১০২০ দিন পর ফের বিরাট কোহলির ব্যাট থেকে দেখা গিয়েছিল সেঞ্চুরী ইনিংস। সেই ফর্মটাই এখনও ধরে রেখেছেন বিরাট। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিরাট কোহলি পারেন কিনা সেটাই এখন দেখার।