রান না পেলেও, ডাগ আউটে খোশ মেজাজে নাচের তালে বিরাট
আপডেট করা - Jan 21, 2022 8:20 pm

মাঠে হোক কিংবা মাঠের বাইরে, বিরাট কোহলি সবসময়ই খোশ মেজাজে থাকেন। সে চাপ থাকুক আবার না থাকুক। বেশ কয়েকদিন সেই ছবি দেখা যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই ফের ধরা পড়ল সেই ছবি। ডাগ আউটে বসে নাচের তালে বিরাট কোহলি। আর পাশে বসে প্রাক্তন ভারত অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন শিখর ধওয়ান। এই ছবি দেখেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল বিরাটের নাচের ভিডিও।
বিরাটের নাচের ছবি এর আগেও বহুবার দেখা গিয়েছে। ভারতীয় দলের প্রস্তুতির সময় বিরাটকে মাঠের মধ্যে নাচতে দেখা গিয়েছে। আবার অতীতে আইপিএল চলার সময় মাঠে ডিজে কিংবা অন্য কোনও গানের সঙ্গেই নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাচের তালে পা মেলাননি ঠিকই, কিন্তু বসে বসেই নাচ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চুড়ান্ত ব্যর্থ তিনি। রানের খাতাই খুলতে পারেননি বিরাট। তাবরেজ সামসির বলে মাত্র শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সেইসঙ্গে না চাইতেও শূন্য রানের এক বিরল রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। যদিও তা নিয়ে অবশ্য বিরাট খুব একটা চিন্তিত নন।
মাঠে এবং মাঠের বাইকে এখন বিরাট কোহলিকে নিয়ে চলছে বিরাট বিকর্ক। শোনাগিয়েছে বোর্ড নাকি একসময় তাঁকে শোকজ করতে চেয়েছিল। যদিও তা হয়নি শেষপর্যন্ত। আবার বিরাটের ব্যাটে এখনও পর্যন্ত সেই বড় রান নেই। চাপ তো রয়েছেই। যদিও বিরাট কোহলি অবশ্য সব সময় চাপ নিতে নারাজ। বরং খোশ মেজাজেই রয়েছেন তিনি। ডাগ আউটে বসে নাচের তালে মজে ছিলেন বিরাট কোহলি। আর পাশে বসে তাঁকে সঙ্গ দেওয়ার পাশাপাশি তা উপভোগও করছিলেন শিখর ধওয়ান।
এদিন মাত্র ৬৪ রানের মধ্যে দু উইকেট খুইয়ে চাপেপড়ে গিয়েছিল ভারত। শিখর ধওয়ান ফেরার পরই মাঠে এসেছিলেন বিরাট কোহলি। বড় রানের প্রত্যাশা থাকলেও, এসেই সাজঘরে ফেরেন তিনি। তাও আবার মাত্র শূন্য রানে। যদিও সেই জায়গা থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে নিয়ে যান লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। তাদের খেলা উপভোগ করার সঙ্গেই ডাগআউটে নাচছিলেন বিরাট।
ম্যাচের চলাকালীন ক্যামেরাম্যানের লেন্সও সেই মুহূর্ত ধরতে ভুল করেননি। আর সেই ছবি শুধু সোশ্যাল সাইটে আসার অপেক্ষা ছিল। এরপর থেকেই তা ভাইরাল। ঘুরে বেড়়াচ্ছে সকলের মোবাইলে।