নেটে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের বিরুদ্ধে বিরাট কোহলির নাঁচ, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ
আপডেট করা - Jul 27, 2023 6:52 pm

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। কিন্তু সেই ম্যাচ শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও। নেট সেশন চলাকালীন হঠাত্ই নেচে উঠলেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের জবাব দিয়েই বিরাট কোহলির নাঁচ। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এতটুকু সময় নেয়নি। ওয়েস্ট ইঅন্ডিজের বিরুদ্ধে নামার আগে বারতীয়দলের প্রাক্তন অধিনায়ক যে বেশ খোশ মেজাজেই রয়েছেন, তা কার্যত স্পষ্ট।
গতবছরের এশিয়াকাপ থেকেই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এই বছরের শুরু থেকেই ফের বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছে রানের ঝড়। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বিরাট কোহলি ছিলেন দুরন্ত ফর্মে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরী ইনিংস খেলতে পারেননি বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় টেস্টেকোনও ভুল হয়নি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কার্যত ভারতীয়দলের বড় রান হওয়ারক পিছনে প্রধান কারিগড়ই ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেো দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি
দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের গে বিরাট কোহলির এমন পারফরম্যান্স যে সকলকেই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এবারক সামনে রয়েছে ওডিআই সিরিজ। সেখানেও বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে যে বিরাট কোহলি বেশ খোষ মেজাজেই রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। অন্তত সোশ্যাল মিডিয়ার সেই ছবি তো অএমনই ইঙ্গিত দিচ্ছে।
Virat Kohli's funny gesture towards Hardik Pandya 🤣🤣#viratkohli pic.twitter.com/QE40Y3VXQt
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) July 27, 2023
নেটে সেই সময়বিরাট কোহলির বিরুদ্ধে বোলিং করছিলেন হার্দিক পান্ডিয়া। গার্জদিকের ডেলিভারি সামাল দেওয়ার পরই নেটের মধ্যে বিরাট কোহলির নাঁচ শুরু। সেখানেই নিজের স্টাইলে বিরাট কোহলির নাচ। আর এমন একটা ভিডিও যেভাইরাল হওয়ার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
এটাই অবশ্য প্রথমবাার নয়। এর আগেও বহুবার বিরাট কোহলিকে মাঠে নাচতে দেখা গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ হোক কিংবা আইপিেলের মঞ্চে। গানের তালে বারবারই বিরাট কোহলিকে পা মেলাতে দেখা গিয়েছে। সেই ছবি ফের একবার দেখা গিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগেও।