শিখর ধওয়ানের নেতৃত্বে বুধবার সকালেই ত্রিনিদাদ পৌঁছল টিম ইন্ডিয়া

Sikhar Dhawan
Sikhar Dhawan. ( Image Source: Instagram/BCCI )

ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গিয়েছে। এবার সামনে ওয়েস্ট ইন্ডিজের করঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার তাদের ঘরের মাঠেই ক্যারিবিয়ান ব্রিগেডকে হারানোর চ্যালেঞ্জ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। সেই লক্ষ্য নিয়ে বুধবার সকালেই ত্রিনাদাদের মাটিতে পা রাখল ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। শিখর ধওয়ানের নেতৃত্বেই এই সিরিজে খেলবে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি দুই সিরিজই জিুতেছে ভারত। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এটাই ভারতের প্রথম বিদশের মাটিতে সিরিজ জয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে করা পারফরম্যান্সই এই সিরিজে ধরে রাখতে চায় ভারতীয় দল। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের বেশ কিছু তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে একদিনের সিরিজে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পরন্থদের মতো তারকা ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

সেই জায়গায় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের কাঁধেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তরুণ ব্রিগেডের এওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শিখর ধওয়ান অধিনায়ক হলেও, ভারতীয় দলে রয়েছে তারুণ্যের আধিক্য। ঈশান কিষাণ, দীপক হুডাদেরই দেখা যেতে চলেছে ক্যারিবিয়ান ব্রিগেডের সামনে। যদিও একইসঙ্গে বেশকিছু নতুন চ্যালেঞ্জও রয়েছে ইন্ডিয়া টিমং ম্যানেজমেনটের সামনে। ওপেনিং থেকে মিডল অর্ডার এই দুই জায়গাতেই কোন দুই ক্রিকেটারকে খেলানো যায় সেটা নিয়েই ভাবছেন রাহুল দ্রাবি়ড়।

ভারতীয় দলের ত্রিনিদাদে পৌঁছনোর ভিডিও


ঈশান কিষাণ থাকলেও, দলের ওপেনিংয়ে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনই খেলাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে ঋষভ পন্থ নেই। লোকেশ রাহুলও অনুপস্থিত। মিডল অর্ডারে দীপক হুডাকে দেখা যায় কিনা সেটাই এখন প্রধান আলোচ্য বিষয়। সব মিলিয়ে  ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দল যে একেবারে স্বস্তিতে রয়েছে সেটাও বলা যায়না। আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাঠে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।

শিধর ধওয়ান অধিনায়কের দায়িত্বে থাকলেও, তিনিও ব্যাট হাতে এই মুহূর্তে খুব একটা ভাল ফর্মে নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যে তাঁরও নিজেকে প্রমাণ করার জায়গা তা বলা অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৩ রান করতে পেরেছিলেন তিনি। এরপর থেকে শিখর ধওয়ানের ব্যাটে একেবারেই রান নেই। সমস্ত পরীক্ষা নীরিক্ষাই চলবে এখানে।

বধবার সকালেই ত্রিনিদাদের মাটিতে পা রেখেছে ভারতীয় দল। হাতে রয়েছে দেড়দিন সময়। প্রস্তুতিতে কোনওরকম সময় নষ্ট করতে নারাজ টিম ইন্ডিয়া।