ওডিআই সিরিজে রোহিত শর্মার সামনে নতুন রেকর্ডের হাতছানি

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। সেই সিরিজে রোহিক শর্মার  দিকেই নজর ছিল সকলের। অবশেষে স্বস্তি এসেছে রোহিত শর্মার ব্য়াটিংপারফরম্যান্স নিয়েছ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচেইবড় রান পেয়েছেন রোহিত শর্মা। এবার রোহিত শর্মার নেতৃত্বে ক্যারিবিয়ন ব্রিগেডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। েসেখানেই রোহিত শর্মার সামনে রয়েছে নকতুন মাইলস্টোন গড়ার হাতছানি। এই সিরিজে ১৭৫ রান করতে পারলেই সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পিছনে ফেলে দেবেন রোহিত শর্মা।

এই মহূর্তে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১০ হাজার রানের মালিক বিরাট কোহলি। এই সিরিজে সেি তালিকাতেই বিরাট কোহলির পরে দ্বিতীয় ব্যাটার হিসাবে সেই জায়গায় নিজের নাম তোলার লক্ষ্যে রয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার  রান ৯৮২৫। ১০ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার জন্য ১৭৫ রান প্রপয়োজন  রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের সেই সিরিজেই সেই সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে।

১০ হাজার রান করার থেকে ১৭৫ রান দূরে রয়েছেন রোহিত শর্মা

এই তিন ম্যাচের সিরিজে ১০ হাজার রান সম্পূর্ণ করতে পারলেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন তৈরকি করতে পারবেন রোহিত শর্মা।  দ্বিতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততকম ১০ হাজার রানের মালিক হবেন তিনি। ভেঙে দেবেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারদের। দ্য হিটম্যানের ব্যাট থছেকে সেই রপেকর্জড দেখার অপেক্ষাতেই রয়েছেন এখন সকলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধো রোহিত শর্মা এই রেকর্ড গড়তে পারেন কিনা তা তো সময়ই বলবে। তবে কতাঁর সামনে যে একটা বড় সুযোগ রয়েছেচ তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ওঠার পর থেকেই রোহিত শরক্মার ব্যাটে সেভাবে বড় রানের ঝলক দেখা য়ায়নি। বিশেষ শেষদেড বছর রোহিত শর্মার ব্যাটে একেবারেই বড় রান নেই। এবারের আইপিএলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর পারফরম্যান্স নিয়েও কম সমালোচনা হয়নি। যদিও শেষপর্যন্ত  টেস্ট সিরিজে ফর্মে ফিরেছেন হিটম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের প্রথম টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও সেই ধারা বজায় রেখেছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচের প্রথম ইনিংসেও ৮০ রানমের ইনিংস খেলেছি্লেোন রোহিত শর্মা। এবার ওডিআই ফর্ম্যাটে নামতে চলেছেন তি্নি। সেখানেই শেষপর্যন্ত তিনি এই নতুন রেকর্ড গড়তে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।