আরও ২-৩ বছর টেস্টে নেতৃত্ব দিতে পারতেন বিরাট, মনে করেন রবি শাস্ত্রী

Virat Kohli
Virat Kohli. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

বিরাটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সমালোচকদের খোঁচা  দিতেও ছাড়লেন না ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।  বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়লেও, এখনও ২-৩ বছর টেস্ট অধিনায়কত্ব করতে পারতেন বিরাট, মনে করছেন শাস্ত্রী। তবে ততদিনে তিনি ৫০ থেকে ৬০টা টেস্ট জয়েক রেকর্ড গড়ে ফেলতেন, সেটা নাকি অনেকেরই সহ্য হত না। বিরাট প্রসঙ্গে ফের যেন একটু উষ্কানি দিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ। তবে কী বিরাট কোনও চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছেন। নতুন করে ফের জল্পনা শুরু।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়োন্টি সিরিজে ২-১-এ হারার পরই হঠাত্ করেই সকলকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি। সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। এরপর থেকেই ফের নতুন করে নানান জল্পনা শুরু হয়েছিল। চলচিল বিতর্কও। আর সেই আগুনেই এবার ঘি ঢাললেন রবি শাস্ত্রী। তাঁর একটা মন্তব্যেই জন্ম নিতে পারে নতুন একচা বিতর্ক।

বিরাটের  আরও ২-৩ বছর অধিনায়কত্ব করতে পারার কথা বলার সঙ্গেই সমালোচকদের বিরুদ্ধে সুর চড়াতেও ছাড়েননি শাস্ত্রী। তিনি বলেন বিরাটের রেকর্ড নাকি অনেক লোকেরই হজম হত না। কেন বললেন শাস্ত্রী এমন কথা। প্রশ্ন তো উঠবেই। বিরাটের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক সবসময়ই ভাল। কোচ এবং অধিনায়ক হিসাবে তাদের রয়াসনও বেশ ভাল। এতদিন চুপ করে থাকলেও, বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পরই মুখ খুললেন শাস্ত্রী।

তিনি জানান, “এখনও পরবর্তী ২ থেকে ৩ বছর ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করার ক্ষমতা ছিল বিরাট কোহলির মধ্যে। কারণ আগামী দু বছর ভারত ঘরের মাঠে সবচেয়ে বেশী টেস্ট সিরিজ খেলবে। আর সেজন্যই বিরাট তাঁর অধিনায়কত্ব চালিয়ে যেতে পারতেন। একইসঙ্গে অধিনায়ক হিসাবে ৫০ থেকে ৬০ টি টেস্ট জেতার রেকরেডও করে ফেলতে পারতেন তিনি। যদিও তা অবশ্য অনেকেরই সহ্য হত না”।

মহেন্দ্র সিং ধোনির পরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব ওঠে বিরাট কোহলির কাঁধে। সেই সময় ভারতীয় দল আইসিসির টেস্ট ক্রম তালিকায় সাত নম্বরে ছিল। সেখান থেকে বিরাটের নেতৃত্বেই ভারত উঠে এসেছিল ১ নম্বরে। পাঁচ বছর আইসিসির টেস্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত।

২০২১ সালেও বিরাটের নেতৃত্বে ভারতের টেস্টে সাফল্যের গ্রাফ ছিল উর্ধ্বমুখী। তাঁর তত্ত্বাবধানেই ভারত গাব্বা, ওভালে টেস্ট জিতেছিল। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেছিল। সেই বিরাটেরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। হতবাকও হয়েছেন অনেকে। যদিও কোহলির এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন রবি শাস্ত্রী। কোহলি বরবার টেস্ট ক্রিকেট এবং এই ফর্ম্যাটের নেতৃত্বকে উপভোগ করে এসেছেন। এখন নিশ্চই তিনি বুঝতে পেরেছেন বলেই সরে এসেছেন, মনে করেন রবি শাস্ত্রী। এখন শুধুই ব্যাটার কোহলির পারফরম্যান্স দেখার অপেক্ষায় তিনি।