কেপাটাউনে নয়া নজির, সেঞ্চুরি ক্যাচ বিরাট কোহলির
আপডেট করা - Jan 12, 2022 8:33 pm

বিশ্বের সেরা ফিল্ডার তাদের দেশের। সেই জন্টি রোডসের দেশেই নতুন মাইলস্টোন বিরাট কোহলির। টেস্ট কেরিয়ারের শততম ক্যাচের মালিক ভারত অধিনায়ক। ষষ্ঠ ভারতীয় হিসাবে টেস্টে একশোটি ক্যাচ নেওয়ার নতুন নজির গড়লেন বিরাট। আর তাঁর এই নতুন মাইলস্টোনেই আপ্লুত সকলে। তেম্বা বাভুমার ক্যাচ নেওয়ার পরই বিরাটের মুকুটে ওঠে নতুন পালক।
জোহানেসবার্গ টেস্টে মঠে নামতে পারেননি তিনি। পিঠের চোটের জন্য শেষ মুহূর্তে সেই টেস্ট থেকে ছিটকে যান বিরাট কোহলি। আর সেইসঙ্গেই কেপটাউনে ১০০তম টেস্ট খেলার যে মাইলস্টোনের সামনে তিনি দাঁড়িয়েছিলেন, তারও অপেক্ষা বেড়ে যায়। চোট সারিয়ে কেপটাউন টেস্টেই ফেরেন বিরাট কোহলি। সকলেরই নজর ছিল তাঁর দিকেই। আর মাঠে ফেরার পর থেকেই যেন সেই চেনা মেজাজে ভারত অধিনায়ক।
দীর্ঘদিন তাঁর ব্যাটে রান ছিল না। কেপটাউন টেস্টেই সেই খরা কাটিয়েছেন বিরাট কোহলি। যোগ্য সঙ্গদের অভাবে শতরান হাতছাড়া হয় ঠিকই। কিন্তু বিরাট কোহলির ৭৯ রানের দুরন্ত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে। ব্যাটে রান পেয়ে তৃপ্ত ছিলেন বিরাট কোহলি নিজেও। যদিও শতরান হাতছাড়া হওয়ার আফসোসটা ছিলই।
কেরিয়ারের ৯৯তম ম্যাচে ষষ্ঠ ভারতীয় হিসাবে নজিরের মালিক বিরাট কোহলি
যদিও রেকর্ডের শুরুটা কেপটাউনের প্রথম দিন থেকেই করেছিলেন বিরাট কোহলি। প্রথম দিনই রাহুল দ্রাবিড়ের রেকর্ড পেড়িয়ে যান তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট। টপকে গিয়েছেন রাহুল দ্রাবিড়কে। আর দ্বিতীয় দিন নতুন মাইলস্টোন গড়লেন তিনি। টেস্ট ক্রিকেটে ক্যাচের সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।
আর তাঁর ক্যাচেই ভাঙে প্রোটিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। সেইসময় কিগান পিটারসনের সঙ্গে জুটি বেঁধে বড় পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন কাইল ভেরিন। সেই সময়ই মহম্মদ সামির বলে তেম্বা বাভুমার ক্যাচ নিয়ে ভারতকে স্বস্তি ফেরানোর পাশাপাশি, নিজের মাইলস্টোনটাও গড়ে ফেলেন বিরাট কোহলি।
কেরিয়ারের ৯৯তম টেস্টে এখন শত ক্যাচের মালিক বিরাট। তাঁর সামনে রয়েছেন আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কাররা।