সচিনের ওডিআই সেঞ্চুরী রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি, মনে করছেন সুরেশ রায়না
আপডেট করা - Sep 12, 2023 3:18 pm

সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে লোকেশ রাহুলের সঙ্গে বিরাট কোহলির পার্টনারশিপ কার্যত বিধ্বস্ত করেছিল পাকিস্তানের তারকা বোলিং লাইনআপকে। সেখানেই বিরাট কোহলির পারফরম্যান্স দেখে আপ্লুত সকলে। এই পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারের ৪৭ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। এরপরই তাঁকে নিয়ে বিরাট বার্তা প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার।
৪৭ তম ওডিআই সেঞ্চুরী পাওয়ার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বাসের সুর চড়া হতে শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স প্রদর্শন করেন বিরাট কোহলি। এবারও তার অন্যথা হয়নি। পাকিস্তানের তারকা বোলিং লাইনআপের বিরুদ্ধে কলম্বোর বাইশগজে তিনি একাই কার্যত শাসন করেছেন। ১২২ রানে অপরকাজিত ছিলেন বিরাট কোহলি। একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি সেখানেই কেরিয়ারের ৪৭তম ওডিআই সেঞ্চুরী পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড বিরাট কোহলি ভেঙে দেবেন বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মা।
১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে রিজার্ভ ডে-তে নেমেছিল ভারতীয়দল। সেখানেই বিধ্বংসী মেজাজে চিলেন বিরাট কোহলি। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সেদিন দেখা গিয়েছিল বিরাট কোহলির রানের ঝড়। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের জয়ের সমস্ত আশা। বিরাট কোহলির ব্যাট থেকে ছিল চার ও ছয়ের বন্যা। বিরাট কোহলিকে নিয়ে যে ক্রমশই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকরের রেকর্ড তিনি কবে ভাঙতে পারেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সুরেশ রায়না মনে করেন, “বিরাট কোহলি ভাল ফর্মে রয়েছেন এবং অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করছেন। সচিন তেন্ডুলকরের রয়েছে ৪৯ টি সেঞ্চুরী এএবং বিরাট কোহলির রয়েছে ৪৭টি। আমার মনে হয় বিরাট কোহলি তাঁর ৫০ তম সেঞ্চুরীটা আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজেই করতে চলেছেন। সেখানে যেমন অনেক ওভার পাবেন তিনি, একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি ভাল পারফরম্যান্স করেন। সেই জন্যই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবেন”।
এই মুহূর্তে সচিন তেনন্ডুলকরের থেকে মাত্র দুটো সেঞ্চুরী পিছিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। পাকিস্তানের পর মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই তিনি ফের অএকটা বড় পারফরম্যান্স দেখাতে পারেন কিনা তা তো সময়ই বলবে।