বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ

Jasprit-Bumrah
Jasprit-Bumrah. ( Photo Source: Twitter)

এশিয়া কাপ সুরু হয়ার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। আসন্ন এশিয়া কাপে জসপ্রীত বুমরাহকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল। এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা না হলেও, কোমড়ের চোটের জন্য এশিয়া কাপে নামতে পারবেন না ভারতীয় দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ। আর এই খবর যে ভারতীয় শিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। কিন্তু বুমরাহর এই খবরের পর  দল গঠন নিয়েও খানিকটা সাবধানী নির্বাচকরা।

কয়েকদিন আগেই চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন হর্শল পটেল। এবার সেই তালিকায় ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহ।  কোমড়ের সমস্যার জন্যই নাকি খেলতে পারবেন না তিনি। এনসিএ-তে রিহ্যাব শুরু করলেও এশিয়া কাপের মধ্যে তাঁর সেরে ওঠা একেবারেই সম্ভব নয় বলেই মনে করছেন সকলে। আর জলপ্রীত বুমরাহ না থাকা মানে যে এশিয়া কাপে নামার আগেই বেশ খানিকটা পিছিয়ে পড়ল ভারতীয় শিবির তা বলার অপেক্ষা রাখে না। তাঁর জায়গায় কোন বোলারকে খেলানো হবে সেটাই এখন ভাবনার।

ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার দেশের জার্সিতে নেমেছিলেন জসপ্রীত বুমরাহ

এই কোমড়ের চোটের জন্য কয়েকবছর আগেও দীর্ঘদিনের জন্য ভারতীয় শিবিরের বাইরে ছিলেন জসপ্রীত বুমরাহ। আবারও সেই পুরনো চোটের সমস্যাতেই এশিয়া তকাপ থেকেই কার্যত চিটকে গেলেন তিনি। নির্বাচক থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছে না। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই যাতে জসপ্রীত বুমরাহ খেলতে পারেন সেদিকেই নজর রয়েছে তাদের। আপাতত আমেরিকায় ছুটি কাটাচ্ছেন জসপ্রীত বুমরাহ।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, “জসপ্রীত বুমরার কোমড়ে চোট রয়েছে এবং তিনি এশিয়া কাপে খেলতে পারবেন না। তিনি আমাদের দলের প্রধান বোলার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই যাতে তিনি ফিরে আসতে পারেন সেটাই আমরা চেষ্টা চালাচ্ছি। এই মুহূর্তে তাঁকে এশিয়া কাপ খেলানোর ঝুঁতি নেওয়া সম্ভব নয়, তাতে চোটের সমস্যা আরও বাড়তে পারে”।

ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। এরপরই অবশ্য তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফে বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মা সহ বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ফিরলেও, জসপ্রীত বুমরাহকে বিশ্রামই দেওয়া হয়েছিল। আপাতত ছুটি কাটাচ্ছেন তিনি।

কিন্তু সেই পুরনো কোমড়ের সমস্যার জেরেই এসিয়া কাপে নামা হচ্ছে না জসপ্রীত বুমরার। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়ত এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন তিনি। এশিয়া কাপ খেলানোর জন্য তাঁর চোট নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে নারাজ বোর্ডও। আর বুমরার চোটের ধাক্কায় ভারতীয় দল ঘোষণাও পিছোতেও পারে।