রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলার যোগ্যতা অর্জন করল উগান্ডা
আপডেট করা - Dec 1, 2023 2:38 pm

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল উগান্ডা। ৩০শে নভেম্বর, বৃহস্পতিবার, রুয়ান্ডাকে ৯ উইকেটে হারানোর মাধ্যমে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের জায়গা নিশ্চিত করল তারা। উল্লেখযোগ্যভাবে, ব্রায়ান মাসাবার নেতৃত্বাধীন দল তাদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে পরাজিত করেছিল। এই জয়টি তাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলার যোগ্যতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল।
সাত দলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে উগান্ডা। প্ৰথম স্থানে রয়েছে নামিবিয়া। জেরার্ড ইরাসমাসের নেতৃত্বাধীন দল ৫টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয় পেয়েছে। উগান্ডার সিনিয়র দল এর আগে কখনও কোনো আইসিসি টুর্নামেন্টে খেলেনি। টি-২০ বিশ্বকাপ ২০২৪ তাদের জন্য প্রথম আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে।
প্ৰথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে গিয়েছিল রুয়ান্ডা। আলপেশ রামজানি এবং দীনেশ নকরানি যথাক্রমে ৩ ওভারে ১ রান এবং ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে, হেনরি সেনাইউন্ডো এবং অধিনায়ক ব্রায়ান মাসাবা উভয়েই ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৮.১ ওভারে ১ উইকেটে ৬৬ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় উগান্ডা। দুই ওপেনার সাইমন সেসাজি এবং রনক প্যাটেল যথাক্রমে ২১ বলে অপরাজিত ২৬ রান এবং ২০ বলে ১৮ রান করেন। রজার মুকাসা ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ২০টি দল নিশ্চিত হয়ে গেছে
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ মোট ২০টি দেশ অংশগ্রহণ করবে। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক গ্রুপে ৫টি করে দল থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা আয়োজক দেশ হিসেবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলবে। অন্যদিকে, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সরাসরি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বাকি ৮টি দল বাছাই পর্বে খেলার মাধ্যমে টুর্নামেন্টটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই ৮টি দল হল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, উগান্ডা, নেপাল, ওমান, পিএনজি এবং কানাডা।
৩রা জুন থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হতে পারে। প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল সুপার ৮ পর্বে যাবে। এই পর্বে ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে এবং প্রত্যেক গ্রুপে ৪টি করে দল থাকবে। উভয় গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে যাবে। এরপর, সেমিফাইনালে যে দুটি দল জিতবে তারা ফাইনালে খেলবে।