দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং সত্ত্বেও কেএল রাহুলের শতরানের হাত ধরে প্ৰথম ইনিংসে ২৪৫ রান করল ভারত

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৬৭.৪ ওভারে ১০ উইকেটে ২৪৫ রান তুলতে সক্ষম হল ভারত। কাগিসো রাবাডার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স সত্ত্বেও কেএল রাহুলের দুরন্ত শতরানের হাত ধরে সম্মানজনক স্কোরে পৌঁছল ভারতীয় দল।

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি ভারত। মাত্র ২৪ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। রোহিত মাত্র ৫ রান করে নিজের উইকেট হারান। আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৩৭ বলে ১৭ রান করতে সক্ষম হন। শুভমন গিলও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১২ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার মিলে ইনিংসের হাল ধরেন। কোহলি ৫টি চার সহ ৬৪ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে, শ্রেয়স ৫০ বলে ৩১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ১টি ছয়।

এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন কেএল রাহুল। তিনি ১৩৭ বলে ১০১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ৪টি ছয় মারেন। রবিচন্দ্রন অশ্বিন স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করতে সক্ষম হন। শার্দুল ঠাকুর ৩৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ যথাক্রমে ১৯ বলে ১ রান এবং ২২ বলে ৫ রান করেন।

কাগিসো রাবাডা এবং নান্দ্রে বার্গার অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন

এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার সবথেকে সফল বোলার ছিলেন কাগিসো রাবাডা। তিনি ২০ ওভারে মাত্র ৫৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। নান্দ্রে বার্গারও প্ৰথম ইনিংসে প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তিনি ১৫.৪ ওভারে ৫০ রান দেন এবং এর বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন।

মার্কো জ্যানসেন এবং জেরাল্ড কোয়েটজি যথাক্রমে ১৬ ওভারে ৫২ রান এবং ১৬ ওভারে ৭৪ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। কাগিসো রাবাডা রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরকে আউট করতে সক্ষম হন। নান্দ্রে বার্গার যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। মার্কো জ্যানসেন জসপ্রীত বুমরাহকে আউট করেন। অন্যদিকে, জেরাল্ড কোয়েটজি মহম্মদ সিরাজকে আউট করতে সক্ষম হন।

এই ম্যাচে ভারতের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –