দ্বিতীয় ইনিংসেও ফের ব্যাটিংয়ে ভরাডুবি ভারতের

Australia
Australia (Image Source: BCCI)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর প্ৰথম দুই টেস্ট জয়ের পর তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই অস্ট্রেলীয় স্পিনারদের সামনে ধরাশায়ী হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম দিনের শেষে জাদেজা বাদে কোনো বোলারের ঝুলিতেই কোনো উইকেট ছিল না। তবে দ্বিতীয় দিনের প্ৰথম সেশনে বোলিংয়ে দারুণভাবে কামব্যাক করার পরেও শেষমেশ আবার ব্যাটিংয়েই পরাস্ত্র হল ভারতীয় দল।

প্রথম দিনের ১৫৬ রানে ৪ উইকেটের পর আজ প্রথম সেশনে মাত্র ৪১ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেয় ভারতের বোলিং বিভাগ। অশ্বিন এবং দুজনেই ৩টি করে উইকেট নেন। অশ্বিন কপিল দেবের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপকও হন। সব মিলিয়ে দ্বিতীয় দিন ভারতীয় দল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল কিন্তু শেষরক্ষা হলো না।

দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের প্রথম ইনিংসের মতোই উইকেট হারাতে থাকে ভারত। সবার প্রথমে কেএলরাহুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া শুভমন গিল নাথান লিয়নের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে আউট হন। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। চেতেশ্বর পূজারা বাদে কেউই অর্ধশতরানের গন্ডি পার করতে পারেননি। তিনি ৫টি চার এবং ১টি ছয়ের সাথে ১৪২ বলে ৫৯ রান করেন। পূজারার পর দলের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি ২৭ বলে ২৬ রান করেন। বাদবাকি কেউই ২০ রানের গন্ডি পার করতে পারেননি। টপ অর্ডার এবং মিডিল অর্ডারের দুই ইনিংসেই ব্যর্থতা ভারতের ব্যাটিংয়ের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

লিয়নের বোলিংয়ের সামনে ধরাশায়ী ভারত

দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ অস্ট্রেলীয় স্পিনার নাথান লিয়নের বলের সামনে ভারতের কোনো ব্যাটসম্যানই টিকতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে এখনও অবধি সবচেয়ে সফল স্পিনার হলেন লিয়ন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর এই ইনিংসে ২৩.৩ ওভারে ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। বাকি ২টি উইকেটের মধ্যে একটি উইকেট মিচেল স্টার্ক এবং আরেকটি উইকেট ম্যাথিউ কুহনিম্যান নিয়েছেন। দ্বিতীয় দিনে ভারতের মাত্র ১৬৩ রানে অলআউট হওয়ার সাথে সাথেই স্টাম্পস ঘোষণা করা হয়েছে। জিততে গেলে অস্ট্রেলিয়াকে করতে হবে মাত্র ৭৬ রান। তৃতীয় দিনে কোনো অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া সিরিজ ২-১ করে ফেলবে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই।

দ্বিতীয় দিনের শেষে টুইটারে যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেল-