পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরী পার্টনারশির রোহিত শর্মা ও শুভমন গিলের

Shubman Gill and Rohit Sharma
Shubman Gill and Rohit Sharma. (Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপপর্বের ম্যাচে শাহিন আফ্রিদি,  নাসিম শাহদের বিরুদ্ধে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা এএবং শুভমন গিল।  সেই পারফরম্যান্স দেখার পর থেকেই ভারতীয় দলের ওপেনিং জুটিকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। জবাবটা এই এসিয়া কাপের মঞ্চেই দেবে ঠিক করেছিলেন তারা। সুপার ফোরের মঞ্চেই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে দেখা গেল রোহিত শর্মা ও সুভমন গিলকে।  ভারতের ওপেনিং জুটির সামনে কার্যত দিশাহারা ছিলেন পাকিস্তানের বোলাররা। দুই ব্যাটারের ব্যাটেই ছিল অর্ধশতরানের ঝলক।

যে শাহিন আফ্রিদি, নাসিম শা এবং হারিস রওফদের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন, এদিন তাদের বিরুদ্ধেই ভারতীয় দলের এই দুই ক্রিকেটার ছিলেন বিধ্বংসী মেজাজে। ষশাহিন আফ্রিদির বিরুদ্ধে ওভার বাউন্ডারি দিয়েই শুরুটা করেছ্িলেন রোহিত শর্মা । সেই থেকেই পাক বোলারদের বিরুদ্ধে  আক্রমণাত্মক ইনিংস শুরু দুই তারকা ক্রিকেটারের। সেইসঙ্গেই পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে ১২১ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই তারকা ক্রিকেটার।

পাকিস্তানের বিরুদ্ধে ১২১ রানের পার্টনারশিপ তৈরি করেছেন রোহিত শর্মা ও শুভমন গিল

রোহিত শর্মা এবং শুভমন গিলের এই পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ।পাকিস্তানের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটার সমর্থকদের নানান ট্রোলের ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অপেক্ষা ছিল একটা সুযোগের। এদিন রোহিত শর্মা এবং শুভমন গিলের সেঞ্চুরী পার্টনারশিপটাই পাক বোলারদের বিরুদ্ধে এবংম সমস্ত সমালোচনার বিরুদ্ধে ছিল যোগ্য জবাব। পাকি বোলিং লাইনআপও যে তাদের এই পারফরম্যান্সের সামনেই বিধ্বস্ত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তাদের তৈরি করা রাস্তা ধরে ভারতীয় দল কতটা সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটাই দেখার অপেক্ষা।


https://twitter.com/AvinashCKishan/status/1700832508911497553


https://twitter.com/EktaOfficel/status/1700838705802646000


https://twitter.com/MadhurGovindam/status/1700839616637706277

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। গত ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় দলের টপ অর্ডারের বিরুদ্ধে তাঁর প্রধান অস্ত্র ছিলেন শাহিন আফ্রিদি, নাসিম শা। কিন্তু রোহিত শর্মাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি শাহিন আফ্রিদি, নালিম শাহরা। এদিন শাহিন আফ্রিদির বিরুদ্ধে দু ওভারে শুভমন গিল একাই খেলেছেন চারটি বাউন্ডারি। রোহিত শর্মাও ছিলেন আক্রমণাত্মক মেজাজে।

এদিন রোহিত শর্মা সাজঘরে ফেরেন ৫৬ রানে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও ৪ টি ছয়। অন্যদিকে শুভমন গিলের ব্যাটেও ছিল চারের বন্যা। ৫২ বলে ৫৮ রান করেছেন শুভমন গিল। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি দিয়ে।