ব্যর্থ ইংল্যান্ডের বাজবল, ধরমশালায় মাত্র তিন দিনেই ম্যাচ জয় ভারতের

India Win
India Win. ( Image Source: BCCI )

তিন দিনেই শেষ ধরমশালা টেস্ট। ভারতের কাছেই আটকে গেল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। টিম ইন্ডিয়ার বিরাট লিডের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।  প্রথম ইনিংসের পর এই ইনিংসেও বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন।  কার্যত তাঁর ধাক্কাতেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের গুরে দাঁড়ানোর সমস্ত আশা। এই ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের জয়টা পাকা করে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল ভারতীয় দলের। সিরিদের শেষে টেস্টটা জিতেই থামতে চেয়েছিল টিম ইন্ডিয়া। অশ্বিন, কুলদীপদের দাপটে শেষপর্যন্ত সেটাই হল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস ও ৬৪ রানে জিতল ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের বোলাররা। সেখানেই বল হাতে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের তারকা ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানেই শেষ করে দিয়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই কার্যত ভারতের জয়ের ভিতটা পাকা হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট হাতে রোহিত শর্মা এবং শুভমন গিলের হাত ধরেই বড় রানের রাস্তাতে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১-এ সিরিজ জয় ভারতের

তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৭৭ রানে। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার লিড ছিল ২৫৯ রানের। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু আবারও সেই স্পিন আক্রমণের সামনেই থেমে গেল ব্রিটিশ বাহিনী। জো রুট লড়াইটা করে য়াওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি। শেষপর্যন্ত রুটকেও থামতে হয় ৮৪ রানের এবং সেইসঙ্গেই ইংল্যান্ডের সমস্ত আশাও শেষ হয়ে গিয়েছিল। কার্যত ভারতের মাটিতেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের দাপট।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন তাঁর সামনে মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম সুযোগই পায়নি ব্রিটিশ ব্যাটাররা। বেন ডাকেটের উইকেট নিয়ে এদিন যাত্রাটা শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই থেকেই একে একে অলি পোপ. জ্যাক ক্রলি, বেন স্টোকস এবং বেন ফোকসদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে ভারতীয় দলের জয়টা নিশ্চিত করে দিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ২০০ রানের গন্ডীও টপকাতে পারেনি ইংল্যান্ড। ১৯৫ রানেই শেষ হয়ে গিয়েছে ব্রিটিশ বাহিনী।  সেইসঙ্গেই বাজবল ক্রিকেটকে থামিয়ে এক নতুন ইতিহাস তৈরি করল ভারতীয় দল। ৪-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার।