সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার

Cricket World Cup Trophy
Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বযুদ্ধের শেষে কোন অধিনায়কের মুখে ফুটবে সাফল্যের হাসি  তা তো সময়ই বলবে। তবে বিশ্বকাপের সূচী ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের ঘরের মাঠে এবিরের ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের লড়াই শুরু হওয়ার আআগে থেকেই অনেকে যে ভারতীয় দলকেই এবার ফেভারিট হিসাবে এগিয়ে রাখছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই  নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

এখনও পর্যন্ত দুটো বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ১৯৮৩ সালে প্রথমবার কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল।  এরপর প্রায় ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১ সালে ঘরের মাঠে এমএস ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর অবশ্য দুটো বিশ্বকাপের মঞ্চে  সেমিফাইনালেই থামতে হয়েছিল ভারতীয় দলকে। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

সেই ২০১১ সালের বিশ্বকাপেই শেষবার খেলেছিলেন সচিন তেন্ডুলকর। অবশেষে  বিশ্বকাপ জয়ের স্বপ্নও স্বার্থক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে তাঁরই রয়েছে সবচেয়ে বেশী রান। অবশ্য সচিন তেন্ডুলকর একা নন। আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাদের বিশ্বকাপের মঞ্চে রয়েছে বহু অসাধারণ পারফরম্যান্স। সেইসঙ্গে রানের ঝুলিও একেবারে ভর্তি। এখানেই দেখে নেওয়া যাক বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করা পাঁচ জন ক্রিকেটারদের।

১. সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulka. ( Image Source: Twitter )

ভারত তো অবশ্যই বিশ্ব ক্রিকেটের মঞ্চে সচিন তেন্ডুলরের ভক্ত নেই এমনটা হতেই পারে না। দেশের মাটি থেকে বিদেশের মাটি। ক্রিকেটের বাইশদজে ঝড়িয়েছেন বরু মণি মুক্ত। সেইসঙ্গে দেশের জার্সিতে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ডও রয়েছে এইঅ সচিন তেন্ডুলকরের। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ থেকে শেষ বিশ্বকাপ, সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে স্মরণীয় ইনিংস দেখা যায়নি এমন ঘটনা খুবই বিরল। প্রায় দুই দশক ধরে ক্রিকেটের বাইশগজে শাসন করেছেন এই কিংবদন্তী।

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। তাঁর ব্যাট থেকেই বিশ্বকাপের মঞ্চে এসেছে ২২৭৮ রান। সেখানেই ৪৫টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। এছাড়া মাস্টার ব্লাস্টারের গড় রয়েছে ৫৬.৯৫।  বিশ্বকাপের মঞ্চে ৬টি সেঞ্চুরীর পাশাপাশি সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে এসেছে ১৫টি অর্ধশতরানও। ১৯৯২ সালে কেরিয়ারের প্রথম ওডিআআই বিশ্বকাপ খেলেছেন তিনি। সেই থেকেই ২০১১পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার বিরুদ্ধেই সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস রয়েছে মাস্টার ব্লাস্টারের।

২০১১ সালেই শেষবার ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেখানেই জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হয়েছিল। ২০১১ সালেই বিশ্বকাপ জয়ের স্বপ্নটা পূরণ হয়েছিল সচিন তেন্ডুলকরের।

Page 1 / 5
Next